টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালার গেজেট প্রকাশ 

মোবাইলে বেসরকারী মালিকানা ৮৫ শতাংশে সীমিত করে নতুন নীতিমালা প্রকাশ

২২ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০১  
২২ সেপ্টেম্বর, ২০২৫ ২২:১৭  
মোবাইলে বেসরকারী মালিকানা ৮৫ শতাংশে সীমিত করে নতুন নীতিমালা প্রকাশ

বিদ্যমান আইজিডব্লিউ, আইআইজি, আসিএক্স এবং নিক্স লাইসেন্স বাতিল করে এবং কলসেন্টার, ভেহিক্যাল ট্র্যাকিং সেবা ও টিভ্যাস রেজিস্ট্রেশন সনদ অনিয়মিত করে গেজেট আকারে প্রকাশ পেলো টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা ২০২৫। এছাড়াও এতে জাতীয় টেলিযোগাযোগ ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) এবং টাওয়ার শেয়ারিং লাইসেন্সকে একীভূত করে জাতীয় অবকাঠামো এবং
কানেকটিভিটি পরিষেবা লাইসেন্সে রূপান্তরিত করা হয়েছে।  ভি-স্য্যাটকে বিশেষ ক্যাটাগরির ফিক্সড টেলিকম সেবায় এবং এনজিএসও এবং স্যাটেলাইট অপারেটর লাইসেন্সকে স্যাটেলাইট সার্ভিস লাইসেন্স হিসেবে নন টেরিস্টারিয়াল নেটওয়ার্ক ও সার্ভিস প্রোভাইডার লাইসেন্স হিসেবে চলমান থাকবে।  

নতুন নীতিমালায় এমভিএনও, ভিও ওয়াইফাই, ওয়াইফাই-৬, ওয়াইফাই-৭, আইওটি, এআই ইত্যাদি আধুনিকতম প্রযুক্তিগত সেবার সম্প্রসারণের সুযোগ তৈরি করা হয়েছে। লাইসেন্স ধাপকে কমিয়ে তিনটিতে নামিয়ে আনা হয়েছে। এগুলো হলো-  ‘অ্যাকসেস নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার (এএনএসপি), ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডার (এনআইসিএসপি) এবং ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডার (আইসিএসপি)।

আর নতুন লাইসেন্সিং ব্যবস্থায় স্থানান্তরের জন্য একটি তিন-পর্যায়ের মাইগ্রেশন রোডম্যাপ গ্রহণ করা হবে। প্রথম পর্যায়ে সংস্কার নীতি কার্যকর, দ্বিতীয় পর্যায়ে  নতুন লাইসেন্সিং ব্যবস্থা শুরু এবং শেষ ধাপে নতুন লাইসেন্সে সেবা দেয়া বাধ্যতামূলক হয়ে যাবে। মাইগ্রেশন রোডম্যাপের চূড়ান্ত পর্যায়টি ৩০শে জুন ২০২৭ (সফট কাট-অফ ডেট) এর পরে শুরু হবে। এই সময়ের মধ্যে, বিদ্যমান লাইসেন্সধারীদের বেশিরভাগই নতুন লাইসেন্স বিভাগে স্থানান্তরিত হতে হবে। লাইসেন্সধারীদের নির্দিষ্ট রোলআউট বাধ্যবাধকতা, পরিষেবার মান (QoS) মান এবং তাদের নিজ নিজ লাইসেন্সিং নির্দেশিকাগুলিতে সংজ্ঞায়িত অন্যান্য নিয়ন্ত্রক শর্তাবলী মেনে চলতে হবে। লাইসেন্স নবায়ন এবং নিয়ন্ত্রক সিদ্ধান্ত মূল্যায়ন করার সময় বিটিআরসি এই মানদণ্ডগুলি পূরণে লাইসেন্সধারীদের কর্মক্ষমতা বিবেচনা করবে। 

২২ সেপ্টেম্বর, সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রাণলয়ের টেলিকম শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বিটিআরসি আন্তর্জাতিক দূরপাল্লার টেলিযোগাযোগ সেবা নীতিমালা (আইএলডিটিএস), ২০১০ সংস্কার নীতিমালাটিও একইসঙ্গে বাতিল হলো। 

নতুন নীতিমালায় বলা হয়েছে, বাজার কাঠামো, সরকারি রাজস্ব, অথবা ব্যাপক ভোক্তা প্রবেশাধিকারের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এমন পরিষেবাগুলি—যেমন মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (MVNO)-গুলিকে একটি আনুপাতিক কাঠামোর অধীনে নিয়ন্ত্রিত করা হবে। এর মধ্যে ন্যায্য প্রতিযোগিতা, ভোক্তা সুরক্ষা এবং ন্যায়সঙ্গত বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য পূর্ণ বা হালকা-টাচ লাইসেন্সিং অন্তর্ভুক্ত থাকতে পারে। বিটিআরসি এমভিনিও এর যোগ্যতা, আন্তঃসংযোগ, বিরোধ নিষ্পত্তি এবং পরিচালনার শর্তাবলী সম্পর্কে বিস্তারিতভাবে লাইসেন্স প্রদানের জন্য পৃথক নির্দেশিকা জারি করবে। 

 প্রকাশিত গেজেট অনুযায়ী, এএনএসপি ক্যাটাগরিতে দুই ধরনের লাইসেন্স থাকবে। সেলুলার ও ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডার্স।  আর এএনএসপি হিসেবে মোবাইল অপারেটরদের বিদেশী মালিকানা সর্বোচ্চ ৮৫ শতাংশ থাকতে পারবে। আর ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডার লাইসেন্সধারীরা সকল ধরণের পরিষেবা প্রদানের জন্য তারযুক্ত, অপটিক্যাল ফাইবার-ভিত্তিক, অথবা ফিক্সড-ওয়্যারলেস প্রযুক্তি স্থাপনের জন্য অনুমোদিত হবেন, যার মধ্যে রয়েছে দেশীয় এবং আন্তর্জাতিক ভয়েস পরিষেবা, ডেটা এবং ইন্টারনেট পরিষেবা এবং যেকোনো মূল্য সংযোজন পরিষেবা।  

টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালায় রাষ্ট্রপতির অনুমোদন