ভারতে চালু হলো গুগলের নতুন ‘এআই মোড’

২৪ জুন, ২০২৫  
২৪ জুন, ২০২৫  
ভারতে চালু হলো গুগলের নতুন ‘এআই মোড’

গুগল ভারতে চালু করেছে তাদের পরীক্ষামূলক কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ‘এআই মোড’। এটি একটি প্রশ্নোত্তরভিত্তিক সার্চ টুল, যা ব্যবহারকারীদের জটিল ও বহুস্তরবিশিষ্ট প্রশ্নের উত্তর দিতে সক্ষম। খবর টেকক্রাঞ্চ।

এই ফিচার ব্যবহার করতে হলে ‘সার্চ ল্যাবস’-এর মাধ্যমে আলাদাভাবে এতে অংশ নিতে হবে। বর্তমানে শুধু ইংরেজিতে প্রশ্ন করা গেলেও স্থানীয় ভাষা যুক্ত হওয়ার ব্যাপারে গুগল কিছু জানায়নি।

ভারতীয় ব্যবহারকারীরা এতে ভয়েস ও ইমেজ সার্চের সুবিধা পাবেন। গুগল জানিয়েছে, ভারতে ভয়েস সার্চ অত্যন্ত জনপ্রিয় হওয়ায় এ সুবিধা চালু করা হয়েছে।

এই মোডটি জেমিনি ২.৫-এর কাস্টম ভার্সনে চলবে। আগের তুলনায় এতে ব্যবহারকারীরা ২–৩ গুণ দীর্ঘ প্রশ্ন করছেন বলেও জানিয়েছে গুগল।

৮৭ কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারীসহ ভারত গুগলের অন্যতম বড় বাজার এবং একটি গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক ক্ষেত্রও। চ্যাটজিপিটি ও পারপ্লেক্সিটির মতো এআই সার্ভিস জনপ্রিয় হয়ে ওঠায় গুগল এআই মোড চালুর মাধ্যমে সেই ব্যবহারকারীদের ধরে রাখতে চায়।

ডিবিটেক/বিএমটি