মালয়েশিয়ায় টেলিগ্রামের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

১৯ জুন, ২০২৫  
১৯ জুন, ২০২৫  
মালয়েশিয়ায় টেলিগ্রামের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

ক্ষতিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে মালয়েশিয়ার একটি আদালত টেলিগ্রাম ও দুটি চ্যানেলের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) জানায়, বারবার অভিযোগ সত্ত্বেও টেলিগ্রাম কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা আদালতের শরনাপন্ন হয়। খবর রয়টার্স।

ওই দুই চ্যানেল—"ইডিসি সিয়াস্যাট " ও "ইডিসি খাস"—এর বিরুদ্ধে অভিযোগ, সেগুলোর কনটেন্ট জাতীয় প্রতিষ্ঠানের ওপর জনআস্থা দুর্বল করতে পারে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তবে এসব কনটেন্টের প্রকৃতি প্রকাশ করা হয়নি।

আদালতের আদেশে ওই কনটেন্ট ছড়ানো এবং ভবিষ্যতে একই ধরনের কনটেন্ট পুনঃপ্রকাশ নিষিদ্ধ করা হয়েছে। এমসিএমসি জানিয়েছে, টেলিগ্রামকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দেওয়া হবে।

চলতি বছরের জানুয়ারিতে মালয়েশিয়া নতুন একটি আইন চালু করে, যেখানে বলা হয়—দেশে ৮০ লাখের বেশি ব্যবহারকারী আছে এমন সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপগুলোকে লাইসেন্স নিতে হবে, না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনলাইন জুয়া, প্রতারণা, শিশু পর্নোগ্রাফি, ঘৃণামূলক বক্তব্য এবং ধর্ম-জাতি-রাজপরিবার সম্পর্কিত সংবেদনশীল বিষয়বস্তুকে ক্ষতিকর হিসেবে বিবেচনা করছে দেশটির কর্তৃপক্ষ।

ডিবিটেক/বিএমটি