সাইবার হামলা ঠেকাতে ইরানে ইন্টারনেট সীমিত

১৯ জুন, ২০২৫  
১৯ জুন, ২০২৫  
সাইবার হামলা ঠেকাতে ইরানে ইন্টারনেট সীমিত

ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ইরান সরকার সাইবার হামলা মোকাবিলায় ইন্টারনেট সীমিত করেছে। ফলে দেশটিতে ব্যবহারকারীরা ওয়েবসাইট ও মেসেজিং অ্যাপ, বিশেষ করে হোয়াটসঅ্যাপ ব্যবহারে মারাত্মক সমস্যার মুখে পড়েছেন। খবর রয়টার্স।

নিউইয়র্ক টাইমস ও এনবিসি নিউজ জানিয়েছে, ইরান সরকার ইন্টারনেট ব্যান্ডউইথ ৮০ শতাংশ কমিয়ে দিয়েছে।

সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানান, "শত্রুর সাইবার হামলার" কারণে নেটওয়ার্ক স্থিতিশীল রাখতে বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংস্থা নেটব্লক্স ও কেনটিনক জানায়, ১৭ জুন সন্ধ্যা ৫:৩০টার দিকে ইরানের ইন্টারনেট সংযোগ হঠাৎ করেই মুখ থুবড়ে পড়ে। বহু জায়গায় মোবাইল ডেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এমনকি ভিপিএনও বিভিন্ন সময়ে অকার্যকর হয়ে পড়ছে।

হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ তুলে ইরান সরকার এটি মোছার আহ্বান জানিয়েছে। যদিও হোয়াটসঅ্যাপ বলেছে, এই অভিযোগ বিভ্রান্তিকর এবং মানুষ যখন সবচেয়ে বেশি যোগাযোগের প্রয়োজন বোধ করছে, তখন এটি বন্ধ করা উদ্বেগজনক।

অন্যদিকে ইসরায়েলের দিকেও সাইবার হামলার মাত্রা বেড়েছে বলে জানিয়েছে র‌্যাডওয়্যার নামের একটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান। তাদের ধারণা, ইরানি রাষ্ট্রীয় হ্যাকার ও সমর্থক গোষ্ঠীগুলো এসব হামলার পেছনে রয়েছে।

ডিবিটেক/বিএমটি