৮ বিলিয়ন ডলারে ইনফরম্যাটিকা অধিগ্রহণ করলো সেলসফোর্স 

২৮ মে, ২০২৫  
২৮ মে, ২০২৫  
৮ বিলিয়ন ডলারে ইনফরম্যাটিকা অধিগ্রহণ করলো সেলসফোর্স 

যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার জায়ান্ট সেলসফোর্স ৮ বিলিয়ন ডলারের বিনিময়ে ক্লাউড ডেটা ম্যানেজমেন্ট কোম্পানি ইনফরম্যাটিকা অধিগ্রহণ করেছে। মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানায়, এই চুক্তির আওতায় ইনফরম্যাটিকার প্রতিটি শেয়ারের মূল্য ধরা হয়েছে ২৫ ডলার, যা সেলসফোর্সের পূর্ব বিনিয়োগ অনুযায়ী সমন্বয় করা হয়েছে। খবর টেকক্রাঞ্চ।

এই অধিগ্রহণ সেলসফোর্সের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা অবকাঠামো শক্তিশালী করার লক্ষ্যকে সামনে রেখে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, এই চুক্তি তাদের এজেন্টফোর্স, ডেটা ক্লাউড, ট্যাবলো, মিউলসফট এবং কাস্টমার ৩৬০ প্ল্যাটফর্মকে আরও উন্নত করবে।

সেলসফোর্সের প্রধান নির্বাহী মার্ক বেনিওফ বলেন, “এই চুক্তি এন্টারপ্রাইজ পর্যায়ে নিরাপদ, দায়িত্বশীল এবং দক্ষ এআই প্রযুক্তি বাস্তবায়নের পথে এক বিপ্লবী পদক্ষেপ।”

উল্লেখ্য, ইনফরম্যাটিকা ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে ৫,০০০-এর বেশি গ্রাহকের সঙ্গে কাজ করছে।

ডিবিটেক/বিএমটি