এআই টিম গঠন করেছে ওয়ার্ডপ্রেস

ওয়েবসাইট নির্মাণের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেস মঙ্গলবার ঘোষণা করেছে যে তারা একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টিম গঠন করেছে, যা ওয়ার্ডপ্রেস ডেভেলপার কমিউনিটির মধ্যে এআই পণ্য উন্নয়নের দায়িত্ব পালন করবে। খবর টেকক্রাঞ্চ।
এই নতুন এআই টিমে রয়েছেন অ্যাটোম্যাটিকের (ওয়ার্ডপ্রেসের মূল প্রতিষ্ঠান) এআই বিভাগের প্রধান জেমস লিপেজ, গুগলের ফেলিক্স আর্ন্টজ ও প্যাসকাল বার্চলার এবং ওয়েব ডিজাইন প্রতিষ্ঠান টেনআপের ওপেন সোর্স পরিচালক জেফ পল।
ওয়ার্ডপ্রেস দীর্ঘদিন ধরেই ওয়েবসাইট নির্মাণের ক্ষেত্রে এক শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। প্ল্যাটফর্মটির ওপেন সোর্স কমিউনিটির অনেক ডেভেলপার ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন। তবে এবার একটি আনুষ্ঠানিক দল গঠন করার মাধ্যমে ওয়ার্ডপ্রেস এআই উন্নয়নে আরও সংগঠিত ও লক্ষ্যভিত্তিক ভূমিকা নিতে যাচ্ছে।
ওয়ার্ডপ্রেসের নির্বাহী পরিচালক মেরি হাবার্ড এক ব্লগপোস্টে বলেন, “একটি ঐক্যবদ্ধ দল এআই উন্নয়নে দূরদর্শীভাবে নেতৃত্ব দিতে পারে, বিচ্ছিন্ন প্রচেষ্টা রোধ করে এবং ওয়ার্ডপ্রেসের দীর্ঘমেয়াদী লক্ষ্যসমূহের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করে।”
বর্তমানে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর ৬৬০টিরও বেশি প্লাগ-ইন প্রকাশিত হয়েছে। জনপ্রিয় প্লাগ-ইনগুলোর মধ্যে রয়েছে এআই-চালিত টেমপ্লেট নির্মাতা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) টুল এবং চ্যাটবট।
ওয়ার্ডপ্রেসের এই পদক্ষেপকে বিশেষজ্ঞরা প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ প্রযুক্তিগত রূপান্তরের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।
ডিবিটেক/বিএমটি