আইএসপিএবি'র ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বার্ষিক সাধারণ সভায় আইএসপিএবি’র ১৩ সদস্যের ৬ জন ইসিই অনুপস্থিত!
 
                                মঙ্গলবার রাজধানীর মহাখালীস্থ রিটায়ার্ড আর্মডফোর্স অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) অনুষ্ঠিত হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ২২তম বার্ষিক সাধারণ সভা। তবে সভায় সাধারণ সদস্যদের সতঃস্ফূর্ত অংশ গ্রহণ থাকলেও ছিলেন না ভোটে (বিতর্কিত) নির্বাচিত হয়ে কার্য নির্বাহী কমিটিতের স্থান পাওয়া ছয় জন্য সদস্য।
অবশ্য এদের মধ্যে তিনজন ছাত্র-জনতা অভ্যুত্থানে পতিত সরকারের সঙ্গে সরাসরি জড়িত থাকায় আগেই পদত্যাগ করেছেন। আর কমিটিতে থেকেও সহযোগী ক্যাটাগরির চার জনের মধ্যে তিন জন সদস্য মোঃ নাসির উদ্দীন, মোহাম্মাদ আনোয়ার হোসেন এবং মাহমুদুল হাসান আরিফ সভায় যোগ দেননি। ইসি’র সাধারণ ক্যাটাগরির সদ্যদের মধ্যে অনুপস্থিত ছিলেন পদত্যাগী এস এম জাকির হোসাইন, মোঃ নাছির উদ্দিন এবং মাহামুদুল হাসান আরিফ।
 
ফলে ঘরের চাপে মেয়াদ পূর্তীর ১০ মাস আগেই নির্বাচনে ট্রেন ছাড়তে বাধ্য হওয়া ২০২৪-২৬ মেয়াদের আইএসপিএবি কার্যনির্বাহী কমিটিরপ্রেসিডেন্ট মোঃ ইমদাদুল হকের সভাপতিত্বের সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে ২১তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী কণ্ঠভোটে অনুমোদিত হয়েছে।
সভায় ২০২৪ সালের বার্ষিক কার্যক্রম বিবরণী পেশ করে সেক্রেটারি জেনারেল নাজমুল করিম ভূঁঞা। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করার পাশাপাশি আগামী বছরের জন্য আর্থিক বাজেট কর্মপরিকল্পনা উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান সুজন। মঞ্চে উপস্থিত অপর ইসি সদস্যরা হলেন-সহ-সভাপতি আনোয়ারুল আজিম, যুগ্ম মহাসচিব-০২ মোহাম্মাদ এ কাইয়্যুম রাশেদ; মেম্বার অ্যাফেয়ার্স পরিচালক সাকিফ আহমেদ এবং সহযোগী ক্যাটাগরির পরিচালক ফুয়াদ মুহাম্মদ সরফুদ্দিন।
সভায় সাধারণ সদস্যদের দেখা গেছে খুবেই নিরুত্তাপ ও উদ্বিগ্ন। স্যাটেলাইট ইন্টারনেটের আগমন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যুতে ইসি’র সক্রিয় ভূমিকা না থাকায় মোবাইল অপারেটর ও ননলাইসেন্সিংয়ের কাছে ব্যবসায় হারানোর মতো বিভিন্ন ইস্যুতে চাপা ক্ষোভ প্রকাশ করেন আইএসপি ব্যবসায়ীরা। এদের মধ্যে সহযোগী ক্যাটাগরির সদস্যরা ছিলেন বেশ সরব।বিপুল অর্থ ব্যয় করা হলেও বাজেটে সদস্যের কোনো সুরক্ষার বাজেট না থাকা নিয়ে ইসি’র প্রতি ভর্ৎসনা প্রকাশ করেন কেউ কেউ। সভায় ডট ইন্টারনেটের কর্ণধার মুহাম্মদ মিঠু হাওলাদার এর মতো দুই-তিন হন ব্যবাসায়ী প্রান্তিক ব্যবসায়ীদৈর সুরক্ষায় সোচ্চার ছিলেন। ইসিকে উদ্দেশ্য করে তারা বলেছেন, আমরা গণতান্ত্রিকভাবে আপনাদের নির্বাচিত করতে পারিনি, তাই আপনারা আমাদের কথা চিন্তা করেননি। তবে আগামীতে বাজেট সংশোধন করে সদস্যদের সুরক্ষা তহবিল গঠন করতে হবে। সংগঠনের নির্বাচিত প্রতিনিধিদের মনোভাব সদস্য বান্ধব নয়। তাদের সেই মনোভাব পরিবর্তন করতে হবে।
আলোচনায় আইএসপিএবি’র সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক আইএসটি ব্যবসায়ের ভবিষ্যত টেকসই করতে সবাইকে কমপ্লায়েন্সের ওপর গুরুত্ব দেয়ার অনুরোধ করেন। তিনি বলেন, ‘৫০০ টাকার প্যাকেজে আমরা যে ভ্যাট দিই, তা গ্রাহকের কাছ থেকে নেওয়া হয় না। এই টাকা আমাদের পকেট থেকে যায়। এক সঙ্গে আমরা ওই ভ্যাট দিলে সরকারকে বলতে পারবো আমরা এতো টাকার ভ্যাট দিয়েছি। সেটি গর্বের হতো। বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে।
উপস্থিত সদস্যদের বিস্তারিত আলোচনা ও মতামতের ভিত্তিতে ২০২৪ সালের কার্যক্রম, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন এবং ২০২৫ সালের নিরীক্ষক নিয়োগ ও আগামী বছরের জন্য অ্যাসোসিয়েশনের বাজেট অনুমোদিত হয়। 
 
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                




 
                                             
                                             
                                             
                                             
                                            

 
                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
