প্রস্তুত হচ্ছে ‘টক টু ডিআইজি’ অ্যাপ; ভিডিও কলে কথা বলবেন রেজাউল করিম মল্লিক

১১ মে, ২০২৫  
১১ মে, ২০২৫  
প্রস্তুত হচ্ছে  ‘টক টু ডিআইজি’ অ্যাপ; ভিডিও কলে কথা বলবেন রেজাউল করিম মল্লিক

ঢাকা রেঞ্জের নাগরিকদের জন্য ‘টক টু ডিআইজি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি জানিয়েছেন এ জন্য ঢাকা রেঞ্জের আওতাধীন ৯৮টি থানায় সিসি ক্যামেরা সংবলিত মনিটরিং সেন্টার স্থাপন করা হয়েছে। এই ক্যামেরা ব্যবহার করে মনিটরিং সেন্টার থেকে সেবাগ্রহীতাদের এবং ভুক্তভোগীদের সঙ্গে তিনি ভিডিওকলে সরাসরি কথা বলবেন।

রবিবার (১১ মে) দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয়েছে।

ঢাকা রেঞ্জের জনগণের জন্য ‘টক টু ডিআইজি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু হচ্ছে জানিয়ে রেজাউল করিম মল্লিক বলেন, যার মাধ্যমে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে যে কোনো অপরাধের তথ্য বা সাহায্য প্রাপ্তির জন্য আমাকে জানাতে পারবেন। অ্যাপে যারা তথ্য দেবেন, অবশ্যই তথ্যদাতার পরিচয় আমরা গোপন রাখবো। শিগগির অ্যাপটি চালু করে আপনাদের জানানো হবে।

তিনি আরো বলেছেন, ঢাকা রেঞ্জের আওতাধীন ৯৮টি থানায় সিসি ক্যামেরা সংবলিত মনিটরিং সেন্টার স্থাপন করা হয়েছে। আমি নিজে মনিটরিং সেন্টারে থানায় সেবাগ্রহীতাদের এবং ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে সরাসরি কথা বলবো; যেন একজন ভুক্তভোগী থানায় এসে সর্বোচ্চ সেবাটি পেতে পারেন। ঢাকা রেঞ্জের প্রতিটি থানাকে বাংলাদেশ পুলিশের রোল মডেল থানা হিসেবে গড়ে তুলতে চাই।

ঢাকা রেঞ্জের ডিআইজি আরো বলেন, গণঅভ্যুত্থানে দায়ের করা মামলা নিবিড়ভাবে মনিটরিংয়ের জন্য ডিআইজি অফিসে একটি বিশেষ মনিটরিং সেল খোলা হবে। মনিটরিং সেলে আমি প্রত্যেকটি মামলার বাদী, ভুক্তভোগী, গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবো এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।