৭ মাস পর ৯০ হাজার ডলারের নিচে বিটকয়েন
সাত মাস পর প্রথমবারের মতো বিটকয়েনের মূল্য ৯০ হাজার ডলারের নিচে নেমে গেছে, যা বিশ্বের বাজারে ঝুঁকি নেওয়ার আগ্রহ দ্রুত কমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। খবর রয়টার্স।
মঙ্গলবার ইউরোপীয় বাজারে শুরুতে ক্রিপ্টোকারেন্সিটি ১ শতাংশ কমে ৯০,৯০৭ ডলারে লেনদেন হচ্ছিল, যদিও এক পর্যায়ে তা নেমে আসে ৮৯,২৮৬ ডলারে। অক্টোবরের সর্বোচ্চ ১,২৬,০০০ ডলারের তুলনায় বিটকয়েন এখন প্রায় ৩০ শতাংশ নিচে এবং বছরের সব লাভই মুছে গেছে।
গত ছয় সপ্তাহে ক্রিপ্টো বাজার থেকে উধাও হয়েছে প্রায় ১.২ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সুদের হারে দ্রুত কাট কমানোর অনিশ্চয়তা, দীর্ঘদিনের ঊর্ধ্বমুখী বাজারে সাম্প্রতিক টালমাটাল ভাব—সব মিলিয়ে বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার মানসিকতা কমছে।
হংকং ওয়েব৩ অ্যাসোসিয়েশনের সহসভাপতি জোশুয়া চু জানান, বড় কোম্পানি ও প্রতিষ্ঠানগুলো র্যালির সময় বিপুল বিনিয়োগের পর এখন অবস্থান কমাতে গিয়ে বাজারে চাপ বাড়াচ্ছে। এতে সহায়ক ক্রয় কমে যাওয়ায় আতঙ্ক দ্রুত ছড়াচ্ছে। একই সময়ে খুচরা বিনিয়োগকারীদের বড় অংশ অক্টোবরের আকস্মিক পতনে ক্ষতিগ্রস্ত হয়ে বাজারে অংশ নিতে অনিচ্ছুক।
এদিকে কৌশলগতভাবে ক্রিপ্টো জমিয়ে রাখা প্রতিষ্ঠান ও মাইনারদের শেয়ারেও পতন দেখা যাচ্ছে। ইউরোপীয় শেয়ারবাজারেও প্রযুক্তিখাতে অতিমূল্যায়নের উদ্বেগ বাড়ছে। ইথারও টানা চাপে রয়েছে এবং আগস্টের সর্বোচ্চ মূল্য থেকে প্রায় ৪০ শতাংশ নিচে নেমে গেছে। বিশ্লেষকদের মতে, অক্টোবরের লিভারেজ ধসের পর থেকে ক্রিপ্টো বাজারে মনোভাব অত্যন্ত দুর্বল হয়ে আছে।
ডিবিটেক/বিএমটি







