অ্যাপলের নেমড্রপের মতো ফিচার আনছে গুগল
অ্যান্ড্রয়েডে অ্যাপলের নেমড্রপের মতো নতুন একটি দ্রুত যোগাযোগ বিনিময় প্রযুক্তি যুক্ত করতে কাজ করছে গুগল। জেস্টার এক্সচেঞ্জ নামে গুগল প্লে সার্ভিসেসের এক সংস্করণে ফিচারটি পরীক্ষামূলকভাবে ধরা পড়েছে। খবর জিএসএম এরিনা।
২০২৩ সালে আইওএস ১৭-এ চালু হওয়া নেমড্রপের মাধ্যমে আইফোন কাছাকাছি আনলেই সহজে কনট্যাক্ট ও অন্যান্য তথ্য আদান–প্রদান করা যায়।
গুগলের এই সংস্করণে ‘কনট্যাক্ট এক্সচেঞ্জ’ নামের একটি অংশ রয়েছে, যেখানে এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হবে। ব্যবহারকারী নিজের ছবি, ফোন নম্বর বা ইমেইল ঠিকানা শেয়ার করতে পারবেন। চাইলে ‘রিসিভ অনলি’ অপশন বেছে নিয়ে শুধু তথ্য গ্রহণও করা যাবে। প্রাপ্ত তথ্য এক ট্যাপেই সংরক্ষণ করা সম্ভব হবে এবং চাইলে সেখান থেকেই ভিডিও কল বা মেসেজ পাঠানোর সুবিধাও থাকবে।
প্রাথমিকভাবে এনএফসির মাধ্যমে কনট্যাক্ট শেয়ারিং হলেও ভবিষ্যতে এতে ফাইল শেয়ারিং যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফিচারটির নাম এখনো চূড়ান্ত নয়; জেস্টার এক্সচেঞ্জ বা কনট্যাক্ট এক্সচেঞ্জের চেয়ে আরও সহজ ও আকর্ষণীয় নাম গুগল বেছে নিতে পারে। উন্নয়ন কাজ চলছে, আর এটি সক্রিয় হতে আরও সময় লাগতে পারে।
ডিবিটেক/বিএমটি







