ক্লাউডফ্লেয়ারের বদলে ডট বাংলা-ডট বিডি ডোমেইন ব্যবহারের আহ্বান

১৮ নভেম্বর, ২০২৫ ২২:৪৭  
ক্লাউডফ্লেয়ারের বদলে ডট বাংলা-ডট বিডি ডোমেইন ব্যবহারের আহ্বান

আচমকা ৫০০ বার্তা দিয়ে ওয়েবসাইটে প্রবেশে বাধা সৃষ্টি করছিলো সাইট সুরক্ষা এবং অতিরিক্ত ট্রাফিকের সময় সাইট সচল রাখার মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি সেবা ক্লাউডফ্লেয়ার। প্রায় সাড়ে চার ঘণ্টার মতো এই দুর্ভোগের শিকার হতে হয়েছে এখানে হোস্ট করা সাইটগুলো। দেশের প্রায় ৮০ শতাংশ নিউজ সাইটই এই ক্লাউডে হোস্ট করায় অচল হয়ে পড়ে সংবাদ পরিবেশন।   

এমন বিড়মন্বনা থেকে নিস্তারে ক্লাউডফ্লেয়ার ছেড়ে বাংলাদেশি ডোমেইন ডট বাংলা ও ডট বিডি ব্যবহারের আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

১৮ নভেম্বর, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ আহ্বান জানান তিনি।

পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, বিশ্বজুড়ে ক্লাউডফ্লেয়ার ডাউন। এক ঝুড়িতে সব ডিম না রেখে ডট বাংলা ও ডট বিডি ডোমেইন ব্যবহার করুন। সম্প্রতি আমরা ডট বাংলা ও ডট বিডি জন্য রিসেলার নিয়োগ দেওয়া শুরু করেছি। আপনি চাইলে আবেদনও করতে পারেন!

এদিকে, সন্ধ্যার দিকে ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে বড় ধরনের ত্রুটি দেখা দেওয়ায় বিশ্বজুড়ে বহু ব্যবহারকারীর সেবা বিঘ্নিত হয়েছে। ফলে ক্লাউডফ্লেয়ারের ওপর নির্ভরশীল অসংখ্য ওয়েবসাইট সাময়িকভাবে অচল হয়ে পড়ে। রাত ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। 

ডিবিটেক/জেএন/ইক

বাংলাদেশে ক্লাউডফ্লেয়ার বিড়ম্বনা