এআই নিয়ে গুগল প্রধানের সতর্কবার্তা

১৯ নভেম্বর, ২০২৫ ১২:৫৯  
এআই নিয়ে গুগল প্রধানের সতর্কবার্তা

কৃত্রিম বুদ্ধিমত্তায় বিপুল বিনিয়োগ ও দ্রুত বাড়তে থাকা বাজারমূল্য নিয়ে বিশ্বজুড়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই সতর্কবার্তা দিলেন অ্যালফাবেট ও গুগলের প্রধান সুন্দর পিচাই। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এআই–এর এই উত্থান ‘অসাধারণ মুহূর্ত’ হলেও বাজারে এখন স্পষ্ট কিছু অযৌক্তিকতা দেখা যাচ্ছে, যা ডটকম যুগের ‘অতিরিক্ত উচ্ছ্বাসের’ সময়ের কথা মনে করিয়ে দেয়। খবর রয়টার্স।

পিচাই জানান, এআই বাবল সত্যিই ফেটে গেলে কেউই পুরোপুরি নিরাপদ থাকবে না—গুগলও না। যদিও তিনি বিশ্বাস করেন, প্রতিষ্ঠানটি ধাক্কা সামলাতে সক্ষম। বিনিয়োগকারীদের আস্থায় এ বছর অ্যালফাবেটের শেয়ারমূল্য প্রায় ৪৬ শতাংশ বেড়েছে, কারণ ওপেনএআইয়ের গ্রোক ৩–এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় গুগলের সক্ষমতার ওপর বড় ধরনের বাজি ধরেছেন অনেকে।

যুক্তরাষ্ট্রের বাজারে ক্রমবর্ধমান এআই মূল্যায়ন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে, আর ব্রিটেনও সম্ভাব্য বাবল ঝুঁকি নিয়ে সতর্ক করছে। এ অবস্থায় অ্যালফাবেট দুই বছরে যুক্তরাজ্যের এআই গবেষণা ও অবকাঠামো উন্নয়নে পাঁচ বিলিয়ন পাউন্ড ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে নতুন তথ্যকেন্দ্র ও লন্ডনভিত্তিক ডিপমাইন্ডে বিনিয়োগ রয়েছে।

পিচাই আরও জানান, গুগল এখন ব্রিটেনে নতুন মডেল প্রশিক্ষণ দেবে, যা দেশটির তৃতীয় বৈশ্বিক এআই শক্তিধর হওয়ার লক্ষ্যে সহায়তা করবে। তবে তিনি সতর্ক করে বলেন, এআই–এর ‘অসীম’ শক্তিচাহিদার কারণে অ্যালফাবেটের নিট–শূন্য কার্বন লক্ষ্য অর্জন বিলম্বিত হবে।

ডিবিটেক/বিএমটি