ডেঙ্গুতে শিক্ষার্থীর মৃত্যুতে যবিপ্রবি উপাচার্যের শোক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ (পূর্বের নাম- এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগ) স্নাতক ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রণব কুন্ডুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
১৭ নভেম্বর, সোমবার ভোর ২:৪৮ মিনিটে ডেঙ্গু ও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তাঁর শিক্ষক ও সহপাঠীরা জানিয়েছেন। কিছুদিন ধরে তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলেন। তাঁর অকাল প্রয়াণে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রণব কুন্ডুর পিতার নাম প্রফুল্ল কুন্ডু ও তাঁর গ্রামের বাড়ি নড়াইল জেলার সদর থানার মুশুরিয়া গ্রামে।
এক শোক বাণীতে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী প্রণব কুন্ডুর অকাল মৃত্যু সত্যিই আমাদের জন্য বেদনাদায়ক। তার এমন অকাল মৃত্যুতে যবিপ্রবি হারিয়েছে একজন মেধাবী শিক্ষার্থী এবং তাঁর পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো তা পূরণ হওয়ার নয়। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দীর্ঘদিনের শিক্ষক-সহপাঠীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একইসঙ্গে প্রণব কুন্ডুর অসুস্থ হওয়ার পাশে তাঁর শিক্ষক, সহপাঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দাঁড়িয়েছেন, এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।
এদিকে প্রণব কুন্ডুর অকাল মৃত্যুতে যবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল প্রয়াণে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
ডিবিটেক/এমএইচ/ইক







