অ্যাপল ওয়াচের পেটেন্ট লঙ্ঘন মামলায় ৬৩৪ মিলিয়ন ডলার জরিমানা

১৭ নভেম্বর, ২০২৫ ২০:০০  
অ্যাপল ওয়াচের পেটেন্ট লঙ্ঘন মামলায় ৬৩৪ মিলিয়ন ডলার জরিমানা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল জুরি রায় দিয়েছে যে অ্যাপলকে চিকিৎসা-প্রযুক্তি প্রতিষ্ঠান মাসিমোকে ৬৩৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে। রায়ে বলা হয়, অ্যাপল ওয়াচে ব্যবহৃত ওয়ার্কআউট মোড ও হার্ট রেট নোটিফিকেশন ফিচার মাসিমোর রক্তে অক্সিজেন পরিমাপ প্রযুক্তি সংক্রান্ত পেটেন্ট লঙ্ঘন করেছে। মাসিমোর এক মুখপাত্র এ রায় নিশ্চিত করেন। খবর রয়টার্স।

অ্যাপল রায়ের সঙ্গে অসম্মতি জানিয়ে জানিয়েছে, তারা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। প্রতিষ্ঠানটি দাবি করে, গত ছয় বছরে মাসিমো বিভিন্ন আদালতে ২৫টির বেশি পেটেন্ট অভিযোগ করলেও বেশিরভাগই বাতিল হয়েছে। তারা আরও জানায়, এই মামলার একমাত্র পেটেন্টটি ২০২২ সালে মেয়াদোত্তীর্ণ হয়েছে এবং এটি বহু পুরোনো রোগী পর্যবেক্ষণ প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত।

অন্যদিকে মাসিমো এক বিবৃতিতে রায়টিকে তাদের উদ্ভাবন ও বুদ্ধিবৃত্তিক সম্পদের সুরক্ষায় “একটি গুরুত্বপূর্ণ জয়” বলে উল্লেখ করে। দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা এই বিরোধের অংশ হিসেবে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য সংস্থা অ্যাপল ওয়াচ সিরিজ ৯ ও আলট্রা ২ মডেলের আমদানি নিষিদ্ধ করে। পরে নিষেধাজ্ঞা এড়াতে অ্যাপল ঘড়ি থেকে রক্তে অক্সিজেন পরিমাপ ফিচার সাময়িকভাবে সরিয়ে দেয় এবং ২০২৫ সালের আগস্টে কাস্টমস কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে হালনাগাদ প্রযুক্তি পুনরায় যুক্ত করে।

আইটিসি এই হালনাগাদ প্রযুক্তি নিষেধাজ্ঞার আওতায় পড়বে কি না তা নির্ধারণে নতুন করে শুনানি করবে। পাশাপাশি মাসিমো কাস্টমসের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে এবং অ্যাপলও ফেডারেল আদালতে আমদানি নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করেছে।

ডিবিটেক/বিএমটি