রবি'র শুভেচ্ছাদূত হামজা
‘ফুটবলে পারবে তুমিও’ প্রত্যয়ে এক বছরের জন্য রবির শুভেচ্ছা দূত হলেন ইউরোপ ক্লাব মাতানো ফুটবলার হামজা চৌধুরী। রবির সঙ্গে আপন শক্তিতে জ্বলে৷ উঠে আসছে ভারত ম্যাচে জয়ের আশাবাদও ব্যক্ত করলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই খেলোয়াড়।
১১ নভেম্বর, মঙ্গলবার, রাজধানীর তেজগাঁওয়ে রবি’র কর্পোরেট অফিসে চুক্তি অনুষ্ঠানে এই প্রত্যয়ের কথা জানান তিনি।
জানালেন, নাড়ির টানেই ইংল্যান্ডের লেস্টার সিটির লোভনীয় অফার ছেড়ে গত আট মাস ধরে লাল সবুজের পতাকা গায়ে জড়িয়ে মাঠে নামার অনুভূতিটাই আলাদা।
অনুষ্ঠানে হামজার হাতে চুক্তি পত্রটি তুলে দেন রবি'র ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ সাতারা। এসময় প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের প্রধান শওকত কাদের চৌধুরী, চিফ কমার্শিয়াল আফিসার শিহাব আহমাদ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন রবি'র কোম্পানি সচিব শাহেদ আলম।
সংবাদ সম্মেলনে রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা বলেন, “রবি পরিবারের পক্ষ থেকে হামজা চৌধুরীকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের হয়ে খেলার মাধ্যমে হামজা চৌধুরী নিজের শিকড়ে ফিরে এসে দৃঢ় দেশপ্রেমিক চেতনার প্রকাশ ঘটিয়েছেন। রবি’র ‘বিলিভ ইউ ক্যান’ ক্যাম্পেইনের মূল ভাবনাও তাই—আত্মবিশ্বাস, দৃঢ়তা ও দেশপ্রেম। হামজা চৌধুরী আন্তর্জাতিক মর্যাদা ও বাংলাদেশি শিকড়ের সম্মিলনে তরুণদের জন্য নতুন এক অনুপ্রেরণার প্রতীক।”
সংবাদ সম্মেলনে হামজা চৌধুরী বলেন,“রবি আজিয়াটা পিএলসির সঙ্গে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। রবি শুধু একটি ব্র্যান্ড নয়, এটি বাংলাদেশের তরুণদের আত্মবিশ্বাস এবং ইতিবাচক পরিবর্তনের প্রতীক। আমি বিশ্বাস করি, ‘পারবে তুমিও’ এই ভাবনাটি আমার নিজের জীবনের যাত্রাকেও প্রতিফলিত করে—যেখানে পরিশ্রম, অধ্যবসায় এবং নিজের শিকড়ের প্রতি ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়েছে। বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামা আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত, আর রবির সঙ্গে এই অংশীদারিত্ব আমার সেই যাত্রাকে আরও অর্থবহ করে তুলেছে।”
ডিবিটেক/আইএইচ/জেআই







