‘ইন্টারন্যাশনাল ডিপ্লোমা অ্যান্ড সার্টিফিকেশন প্রোগ্রাম ইন বিজনেস অ্যানালাইসিস’ এর পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত 

১৪ নভেম্বর, ২০২৫ ১৭:১৮  
‘ইন্টারন্যাশনাল ডিপ্লোমা অ্যান্ড সার্টিফিকেশন প্রোগ্রাম ইন বিজনেস অ্যানালাইসিস’ এর পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত 

ক্যারিয়ার প্রো বিডির উদ্যোগে অনুষ্ঠিত হলো  ‘ইন্টারন্যাশনাল ডিপ্লোমা অ্যান্ড সার্টিফিকেশন প্রোগ্রাম ইন বিজনেস অ্যানালাইসিস (অ্যাক্রেডিটেড বাই বিসিএস ইউকে)’ এর পরিচিতিমূলক সভা। অস্ট্রেলিয়ার ক্লোভার আইটি সার্ভিসেস পিটি লিমিটেড এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমবিএ প্রোগ্রামের সহযোগিতায় ১৪ নভেম্বর, শুক্রবার রাজধানীর ধানমণ্ডির ড্যাফোডিল ক্যাম্পাসে এই সভা অনুষ্ঠিত হয়।

ক্যারিয়ার প্রো বিডির উপদেষ্টা লায়লা নাজনীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমবিএ প্রোগ্রামের পরিচালক ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষিত একাডেমিক ড. শিবলী শাহরিয়ার, ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট ও ড্যাফোডিল গ্রুপের নির্বাহী পরিচালক (দক্ষতা) ড. কে এম হাসান, ডাবর বাংলাদেশের প্রধান মানবসম্পদ কর্মকর্তা রাশেদ মোশারফ সহ অন্যান্যরা। 

ইভেন্টে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক সার্টিফিকেশনের গুরুত্ব, গ্লোবাল মার্কেটে বিজনেস অ্যানালাইসিস স্কিলের ক্রমবর্ধমান চাহিদা এবং ক্যারিয়ার গ্রোথে বিজনেস অ্যানালিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে গভীর ধারণা লাভ করেন। বিশেষজ্ঞদের বক্তব্য, অভিজ্ঞতা বিনিময় এবং বাস্তবমুখী দিকনির্দেশনায় পুরো সেশনটি হয়ে ওঠে অত্যন্ত তথ্যবহুল ও অনুপ্রেরণাদায়ক।

সম্প্রতি ক্যারিয়ার প্রো বিডি তার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে, এবং দেশের প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট সেক্টরে দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা ও সাফল্যের ধারাবাহিকতায় আন্তর্জাতিক অঙ্গনে সম্প্রসারণের অংশ হিসেবেই আয়োজন করা হয় এই বিশেষ সেশনটি। প্রতিষ্ঠানটির গ্লোবাল ভিশন ও আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন প্রচারের লক্ষ্যে এটি ছিল আরেকটি মাইলফলক উদ্যোগ।

অনুষ্ঠানে ক্যারিয়ার প্রো বিডি’র অ্যাডভাইজর লায়লা নাজনীন বলেন, “আজকের আয়োজনটি অংশগ্রহণকারীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন ও ক্যারিয়ার পরিকল্পনায় এক অনন্য সুযোগ তৈরি করেছে। আমরা বিশ্বাস করি, এই আয়োজন তাদের পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।”

ডিবিটেক/এসএস/ইক