নেক্সট জেনারেশন স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিতে বিএসসিএল’র সঙ্গে চুক্তি করলো গ্রামীণফোন
ফাইবার বিচ্ছিন্নতা কিংবা প্রাকৃতিক দুর্যোগে গ্রামীণ এলাকায় নেটওয়ার্ক বিভ্রাট নতুন কিছু নয়। এই চ্যালেঞ্জ মোকাবেলায় নির্ভরযোগ্য ব্যাকআপ লিঙ্ক হিসেবে কর্পোরেট গ্রাহকদের স্টারলিংকের নেক্সট জেনারেশন স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সাথে চুক্তি করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন।
১৯ নভেম্বর বুধবার এই চুক্তির কথা প্রকাশ করা হয়। রাজধানীর বসুন্ধরার জিপিহাউসে সম্প্রতি এ বিষয়ক চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এবং বিএসসিএলের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ড. মুহাম্মদ ইমাদুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ, বিএসসিএলের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন অ্যান্ড প্রকিউরমেন্ট) মো. গোলাম সারোয়ার, জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) শাহ আহমেদুল কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চুক্তি বিষয়ে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ বলেন, স্টারলিংকের উন্নত স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে বি-টু-বি স্টেকহোল্ডাররা বিশেষ করে দূরবর্তী জ্বালানি ক্ষেত্র, উপকূলীয় বা সীমান্তবর্তী এলাকায় কার্যক্রম পরিচালনাকারীরা উপকৃত হবেন। সার্বক্ষণিক সংযুক্ত থাকার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে এবং ভবিষ্যৎ-উপযোগী সেবা উপভোগ করতে পারবেন তারা।”
বিএসসিএলের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, “এই চুক্তির মাধ্যমে আমরা একসাথে বাংলাদেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করতে চাই, যাতে ভৌগোলিক চ্যালেঞ্জপূর্ণ এলাকাতেও গুরুত্বপূর্ণ কার্যক্রমের জন্য নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করা যায়।”
ডিবিটেক/বিএস/মুইম







