পাবলিক টয়লেট নিয়ে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম—উদ্বোধন ‘যাব কোথায়?’
রাজধানীর পাবলিক স্যানিটেশন ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করতে ‘যাব কোথায়?’ নামে নতুন একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ১৯ নভেম্বর, বুধবার বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে শ্যামলী পার্কে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, এই অ্যাপ ঢাকার পাবলিক স্যানিটেশন ব্যবস্থাকে নতুন যুগে নিয়ে যাবে। একা সরকারের পক্ষে সব কাজ করা সম্ভব নয়—এ ধরনের সামাজিক উদ্যোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই সিটি কর্পোরেশনের লক্ষ্য হচ্ছে নগরজুড়ে প্রায় ৬৫০টি স্থানে আধুনিক টয়লেট নির্মাণ করা।
ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, বাড়ির মতোই বাইরে টয়লেট ব্যবহারে শৃঙ্খলা বজায় রাখলে এসব সেবার মান বজায় রাখা সহজ হবে।
ওয়াটারএইডের সহযোগিতায় ভূমিজ ‘যাব কোথায়?’ অ্যাপটি তৈরি করেছে। গুগল প্লে স্টোরে থাকা অ্যাপটির মাধ্যমে নাগরিকরা নিকটবর্তী পাবলিক টয়লেট খুঁজে পেতে পারবেন। এতে রয়েছে—টয়লেটের খোলার সময়সূচি ছবি ও সেবার বিবরণ, ডিজিটাল পেমেন্ট সুবিধা, কিউআর-কোড স্ক্যানের মাধ্যমে ক্যাশলেস এন্ট্রি, ওয়াটারএইডের ‘পথের দাবি’ কার্যক্রমের আওতায় চালু হওয়া ‘স্টার রেটিং সিস্টেম’ টয়লেটের পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও সেবার মান মূল্যায়নে সহায়তা করবে। এতে ব্যবহারকারীরা তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং পরিচালনাকারীরাও সেবার মান উন্নত রাখতে উৎসাহিত হবেন।
বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে ওয়াটারএইড বাংলাদেশ ডিএনসিসিকে পাঁচটি মোবাইল টয়লেট হস্তান্তর করে, যা রাজধানীর ব্যস্ত এলাকায় স্থাপন করা হবে। এতে কর্মজীবী মানুষ, নিম্নআয়ের নাগরিক ও বিশেষ করে নারীরা নিরাপদ ও নির্ভরযোগ্য স্যানিটেশন সুবিধা পাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারহানা রশিদ, দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ এবং দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা।
ডিবিটেক/বানি/ইক







