রিডিং রুমে ইন্টারনেট পেলো যবিপ্রবি’র মুন্সী মেহেরুল্লাহ হলের আবাসিক ছাত্ররা
রিডিং রুমের ইন্টারনেট সংযোগ পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সী মেহেরুল্লাহ হলের আবাসিক ছাত্ররা। একইসঙ্গে ১১০০ জন ছাত্রের ধারণ ক্ষমতা সম্পন্ন এই হলে খোলা হয়েছে বিদেশী শিক্ষার্থীদের জন্য কমন রুম।
হলের আবাসিক ছাত্রদের মধ্যে হলের পরিবেশ ও নিজ নিজ কক্ষ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার উপহার স্বরুপ পরিস্কার-পরিচ্ছন্নতায় বিজয়ীদের পুরষ্কার এবং উন্নতমানের খাবার পরিবেশনের মাধ্যমে ‘উদ্বোধন অনুষ্ঠান ও হল প্রীতিভোজ-২০২৫’ অনুষ্ঠানে নতুন এই দুই সুবিধা যুক্ত হয় ১৭ নভেম্বর সোমবার। ওই দি সন্ধ্যা ৭টায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। অনুষ্ঠানে মুন্সী মেহেরুল্লাহ হলের প্রায় ৮২০ জন আবাসিক ছাত্র স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের যবিপ্রবি উপাচার্য হলের আবাসিক ছাত্রদের দীর্ঘ দিনের দাবি-দাওয়া ও প্রয়োজনীয়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের তাদের যৌক্তিক দাবি-দাওয়া পূরণের আশ্বাস দেন এবং ধৈর্য ধারণ করে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ও হলের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য ছাত্রদের নির্দেশ দেন। এরপর তিনি হলের প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, সহকারী প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে হলের সম্পূর্ণ ডাইনিং কক্ষ, উন্নতমানের ডাইনিং সরঞ্জামাদি, যবিপ্রবিতে অবস্থানরত বিদেশী ছাত্রদের কমন রুম, হলের আবাসিক ছাত্রদের ইন্টারনেট সংযোগসহ পড়ার কক্ষ ও অন্যান্য কক্ষ পরিদর্শন করেন। পরিদর্শনের সময়ে মুন্সী মেহেরুল্লাহ হলে অবস্থানরত দেশী ও বিদেশী ছাত্রদের আবাসিক সুবিধা আরো আধুনিক, সু-পরিকল্পিত ও গতিশীল করার লক্ষ্যে হল প্রশাসনকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
মুন্সী মেহেরুল্লাহ হল প্রভোস্ট ড. মো: আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে এই উদ্বোধন অনুষ্ঠান ও হল প্রীতিভোজ-২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হলের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: ওমর ফারুক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান। অনুষ্ঠানে পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত দপ্তরের পরিচালক, আইসিটি সেলের পরিচালক, মুন্সী মেহেরুল্লাহ হলের সকল সহকারী প্রভোস্টসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং মুন্সী মেহেরুল্লাহ হলের সকল আবাসিক ছাত্ররা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন মুন্সী মেহেরুল্লাহ হলের সহকারী প্রভোস্ট বি. এম. খালেদ।
ডিবিটেক/এমএইচ/ইক







