১৮ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ‘পোস্টালভোটবিডি’ উদ্বোধন
১৮ নভেম্বর, মঙ্গলবার প্রবাসী ভোটারদের নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এরমাধ্যমে প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেবে এএমএম নাসির উদ্দিনের নির্বাচন কমিশন।
১৭ নভেম্বর, সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির তৃতীয় দিনের সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এ কথা জানান।
ইসি সানাউল্লাহ বলেন, আগামীকাল (মঙ্গলবার) আমরা প্রবাসী বাংলাদেশিদের জন্য আউট অব কান্ট্রি ভোটিং অ্যাপ উদ্বোধন করবো। এটা প্রবাস থেকে ভোট দিতে চাওয়ার নিবন্ধন। প্রবাসীদের সুবিধান জন্য গ্লোবাল সময়ের সঙ্গে সমন্বয় রেখে আগামীকাল সন্ধ্যায় আমরা এই আউট অব কান্ট্রি ভোটিং অ্যাপ উদ্বোধন করছি।
তিনি আরও বলেন, আমাদের প্রবাসী বাংলাদেশি যদি ১ কোটি ৪০ লাখ থাকেন তাহলে তা আমাদের জনসংখার ৭ থেকে ৮ ভাগ হবে। অন্যান্য দেশের তুলনায় আমাদের প্রবাসী ভোটের সংখ্যা বেশি হবে।
তিনি রাজনৈতিক দলগুলোকে প্রবাসী ভোটারদের নিবন্ধন করতে উৎসাহিত করার অনুরোধ জানান।
এ বিষয়ে ইসি সচিবলায়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে জানান, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ উদ্বোধন করবেন।
এরপর আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন দেশের এই রেমিটেন্স যোদ্ধারা। ভোটার নিবন্ধন অ্যাপ চালু করার পর সেখানে নিবন্ধন চূড়ান্ত করলেই ব্যালট পেপার চলে যাবে ভোটারদের কাছে।
এ নিয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছেন, শুধু ইসির অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটারদের ঠিকানায় ব্যালট পাঠানো হবে। প্রার্থীর প্রতীক চূড়ান্ত হওয়ার পরই অ্যাপ থেকে ভোটার তার আসনের প্রার্থী দেখে ভোট দিয়ে ব্যালট ফেরত পাঠাবেন বাংলাদেশে।
সূত্রমতে, অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাপ সম্পর্কে তুলে ধরবেন আউট অব কান্ট্রি বোটিং সিস্টেম ডেভেলপমেন্ট এ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার। এরপর একজন নির্বাচন কমিশনার পোস্টাল ভোটিং (আইটি সাপোর্টড) বিষয়ে বক্তব্য দেবেন। অ্যাপ উন্মুক্ত করবেন সিইসি। এসময় অনলাইনে বিদেশে অবস্থিত সব দূতাবাস ও মিশন প্রধান/প্রতিনিধি, বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন করা সংগঠনসমূহের প্রতিনিধি, সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক, নির্বাচন কমিশনের সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র/জেলা নির্বাচন কর্মকর্তা যুক্ত থাকবেন।
প্রবাসীদের কাছে ব্যালট পাঠানো থেকে শুরু ভোট প্রদান শেষে সেগুলো রিটার্নিং অফিসে পাঠানো পর্যন্ত পুরো দায়িত্ব থাকবে বাংলাদেশ ডাক বিভাগের হাতে। নির্বাচন কমিশন বলছে, এক্ষেত্রে ভোটার প্রতি খরচ পড়বে মাত্র ৭০০ টাকা করে।
বিদেশে বসে ভোট দিতে অ্যাপে নিবন্ধনের জন্য প্রত্যেক ভোটারেরই লাগবে একটি করে আন্তর্জাতিক সিমকার্ড।
একই সাথে অ্যাপে জিও লোকেশন চালু থাকার কারণে বাংলাদেশে বসে কোনোভাবেই অ্যাপটি ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে ইসির প্রবাসী ভোটার প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান।
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের জন্য প্রবাসে অঞ্চলভেদে তিন থেকে চার সপ্তাহ সময় বেঁধে দেওয়ার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর নিবন্ধিত প্রবাসী ভোটারদের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে তফসিল ঘোষণার পর। যারা দেশের ভেতরে এ পদ্ধদিতে ভোট দেবেন, তাদের ব্যালটের জন্য অপেক্ষা করতে হবে প্রতীক বরাদ্দ হওয়া পর্যন্ত। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের সময় ধরে আগামী মাসের শুরুর দিকে ঘোষণার কথা রয়েছে নির্বাচন কমিশনের।
ডিবিটেক/জেনি/বিডি







