ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) এবং কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষ ০১- এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, রেজিস্ট্রার জনাব মুহাম্মদ আতাউর রহমান খান এবংকেপিজে স্পেশালাইজড হাসপাতালের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) জনাব শুভ্র রায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবরেশন সেল (এনআইসিসি)-এর পরিচালক মোঃ তৌকির আহম্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, এই চুক্তির মাধ্যমে আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উন্নতমানের চিকিৎসা সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের স্বাস্থ্যসেবা উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে। তিনি আরো বলেন যে, আমি বিশ্বাস করি, এই এমওইউ উভয় প্রতিষ্ঠানের অগ্রগতিকে ত্বরান্বিত করবে।
ডিবিটেক/এসআই/ইক