সরকারি অচলাবস্থায় যুক্তরাষ্ট্রে বিমান চলাচল হ্রাসের নির্দেশ
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি সতর্ক করেছেন, চলমান সরকারি অচলাবস্থা অব্যাহত থাকলে বিমান সংস্থাগুলোর উড্ডয়ন সংখ্যা ২০ শতাংশ পর্যন্ত কমানোর নির্দেশ দিতে হতে পারে। ইতিমধ্যে শুক্রবার ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) ৪০টি বড় বিমানবন্দরে ৪ শতাংশ ফ্লাইট কমানোর নির্দেশ দিয়েছে, যা ১৪ নভেম্বরের মধ্যে ১০ শতাংশে পৌঁছাতে পারে। খবর রয়টার্স।
শুক্রবার বিমান নিয়ন্ত্রণকর্মীদের অনুপস্থিতির কারণে আটলান্টা, সানফ্রান্সিসকো, হিউস্টন ও ওয়াশিংটনসহ ১০টি বিমানবন্দরে শত শত ফ্লাইট বিলম্বিত হয়। সন্ধ্যা নাগাদ পাঁচ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয় বলে জানায় ‘ফ্লাইটঅ্যাওয়্যার’।
রেকর্ড ৩৮ দিনের অচলাবস্থায় প্রায় ১৩ হাজার বিমান নিয়ন্ত্রণ কর্মকর্তা ও ৫০ হাজার নিরাপত্তা পরিদর্শক বেতন ছাড়াই কাজ করছেন, ফলে অনুপস্থিতি বেড়েছে।
ডাফি জানান, নিরাপত্তা নিশ্চিত রাখতে প্রয়োজনে ২০ শতাংশ পর্যন্ত ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নেয়া হতে পারে। আন্তর্জাতিক রুটে চলাচল আপাতত এ সিদ্ধান্তের বাইরে থাকবে।
ডিবিটেক/বিএমটি







