শাহজালাল বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার প্লেনের সামনের চাকা ক্ষতিগ্রস্ত
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং শাখার পুশকার্টের চালকের উদাসীনতা ও অবহেলার দরুণ এয়ার ইন্ডিয়ার একটি এয়ার ক্রাফট (এ৩২০) এর সামনের চাকা (নুজ হুইল/ বা ল্যান্ডিং গিয়ার) ভেঙ্গে যাওয়ায় ওই ফ্লাইট বাতিল করতে হয়েছে। এআই ২৩৮ ফ্লাইটটি শনিবার রাত সাড়ে ৯ টায় হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবার সময়সূচিতে ছিল।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, রাতে ১২৬ জন যাত্রী ওই ফ্লাইটে ওঠার পর দরজা লাগানো হয়। এ সময় বিমানের জিএসই শাখার গ্রাউন্ড হ্যান্ডলার ও পুশকাট দিয়ে সামনের চাকায় ঠেলা দিয়ে ওপরে ওঠানোর সময় ভুলে বড় ধরণের ধাক্কা লেগে যায়। এতে সঙ্গে সঙ্গেই চাকা (নুজ হুইল) ভেঙ্গে যাওয়ায় এয়ারক্রাফটকে গ্রাউন্ডেড ঘোষণা দেয়া হয়। পরে যাত্রীদের নামিয়ে হোটেলে নিয়ে যাওয়া হয। রবিবার সকালে তাদের কজনকে মুম্বাইয়ের ফ্লাইটে কিছু সংখ্যাক যাত্রী পাঠানো হয়।
এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এয়ারক্রাফটটি এখনো বে–এরিয়ায় পার্কিং করা আছে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, টুবার লেস পুশকার্ট দিয়ে রং এলাইমেন্টে ধাক্কা দেয়ায় এধরণের ক্ষতি হয়েছে। এটা একান্তই চালকের গাফিলতি বা দািয়ত্বহীনতা ছাড়া আর কিছুই নয়। ক্ষতিগ্রস্ত এয়ারক্রাফটটি মেরামত করতে বেশ সময় লাগতে পারে। বিমান ক্ষয়ক্ষতি নিরুপণ করছে।
এ বিষয়ে জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান জানিয়েছেন, ইতোমধ্যে ওই চালককের এয়ারপোর্ট থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে এবং কারণ দর্শানো হয়েছে। সোমবার তাকে বরখাস্ত করা হবে।
ডিবিটেক/এসএস/ইক







