ইসির অধীনে ফ্যাক্ট-চেকিং সেলের প্রস্তাব বিএনপির
অনলাইনে অপপ্রচার ও ভুয়া তথ্য রোধে নির্বাচন কমিশনের অধীনে পৃথক ফ্যাক্ট–চেকিং সেল গঠনের প্রস্তাব দিয়েছে বিএনপি।
(১৯ নভেম্বর, বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির চতুর্থ দিনের সংলাপে অংশ নিয়ে এ প্রস্তাবনা উপস্থাপন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। ভোটের মাঠের মতো অনলাইন প্ল্যাটফর্মেও সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে ‘সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য, অপতথ্য, চরিত্রহনন ও এআই–নির্ভর অপপ্রচার ঠেকাতে কেন্দ্রীয়ভাবে এবং উপজেলা পর্যায়ে ইসির অধীনে ফ্যাক্ট চেকিং ব্যবস্থা সৃষ্টির পরামর্শ দেন তিনি।
সংলাপে মাহদী আমিন বলেন, 'নির্বাচন কমিশনের লেভেল প্লেইং ফিল্ডের দায়িত্বের কথা আমরা বলছি। এটা রাজপথে বা নির্বাচন পরিচালনার পাশাপাশি অনলাইনে আরও বেশি গুরুত্বপূর্ণ। গত এক বছর ধরে আমরা দেখছি সাইবার সিকিউরিটি, সাইবার বুলিং, সাইবার অ্যাটাক অনেক পরিমাণে বেড়ে গেছে। ক্যারেক্টার অ্যাসাসিনেশন, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর ব্যবহার করে অনেক ক্ষেত্রে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অনেক ধরনের অপপ্রচার চলছে।'
তিনি ফ্যাক্ট–চেকিং সেলটি কেন্দ্রীয়ভাবে এবং উপজেলা পর্যায়ে দুই স্তরে গঠন করার প্রস্তাব দিয়ে বলেন, 'ভিক্টিম যেকোনো প্রার্থী বা যেকোনো দল চাইলে উপজেলা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানাতে পারবেন। একইসঙ্গে সেন্ট্রাল ইসি হেডকোয়ার্টারেও অভিযোগ করতে পারবেন।'
নারী রাজনীতিকদের অনলাইনে পরিকল্পিতভাবে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, 'প্রমাণিত অপতথ্য এবং অপপ্রচারের বিষয়ে ফেসবুক ও ইউটিউবের সঙ্গে যোগাযোগ করে তা নামিয়ে দেওয়া সম্ভব। ফেসবুক ও ইউটিউবের পাশাপাশি আমাদের যে ইন্টারনাল রিসোর্সগুলো রয়েছে- এনটিএমসি, মোবাইল অপারেটর, পুলিশের ডিবি, পিআইবি, সিআইডি- তারা এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।'
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সেই উদ্যোগের অংশ হিসেবে বুধবার (১৯ নভেম্বর) বিএনপি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, বাসদ (মার্ক্সবাদী) ও রিপাবলিকান পার্টির সঙ্গে বৈঠক করে। নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ সংলাপে বিএনপি রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব ইসির নিজস্ব কর্মকর্তাদের দেওয়ার প্রস্তাব তুলে ধরে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদল সংলাপে আরও অংশ নেন দলের আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল ও সাবেক সচিব মো. জকারিয়া।
ডিবিটেক/বিএস/মুইম







