ডিইআইইডি প্রকল্প মেয়াদ আরও দুই বছর বাড়াতে চায় বিশ্বব্যাংক

স্টার্টআপে বিনিয়োগে পুঁজিবাজারের সুবিধা চান ভিসি’রা

স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালীকরণ বিষয়ে পরামর্শ সভা

৩ নভেম্বর, ২০২৫ ২০:২১  
৩ নভেম্বর, ২০২৫ ২৩:১৭  
স্টার্টআপে বিনিয়োগে পুঁজিবাজারের সুবিধা চান ভিসি’রা

স্টার্টআপে বিনিয়োগে পুঁজিবাজারে বিনিয়োগের মতো কর অবকাশ চান দেশীয় ভেঞ্চারে ক্যাপিটালিস্টরা। আবাসিকে অফিস নিবন্ধন সুবিধাসহ কর অবকাশের সহজীকরণ দাবি করেছেন নবীন উদ্যোক্তারাও। আর স্টার্টআপ ও ভেঞ্চর ক্যাপিলিস্টদের মধ্যে বিদ্যমান সন্দেহের দেয়াল ভাঙতে চায় হাইটেক পার্ক কর্তৃপক্ষ। 

৩ নভেম্বর, সোমবার সন্ধ্যায় আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অংশীজন পরামর্শক সভায় এমন অভিব্যক্তি প্রকাশ করেন বক্তারা। 

আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের (মার্কিন যুক্তরাষ্ট্র) ফাইন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট সোফেই ডং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. আমিরুল ইসলাম, বিশ্বব্যাংকের (বাংলাদেশ) সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফারদৌস সুমি, প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট মার্জানা নন্দিতা এবং আইসিটি ডিভিশন ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ডিজিটাল এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইইডি) প্রকল্পের প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। 

অ্যাক্সিলারেটিং বাংলাদেশের স্কেল আপ প্রোগ্রাম প্রোগ্রাম ও স্টার্টআপ এর জাতীয় প্রোগ্রাম সমন্বয়কারী আরিফুর রহমানের সঞ্চালনায় স্কয়ার গ্রুপ, সিটি গ্রুপ, প্রাণ গ্রুপ, ব্রেইন স্টেশন ২৩ পিএলসি’র মতো প্রতিষ্ঠিত দেশী কোম্পানী, স্টার্টআপ বাংলাদেশ, আইডিএলসি ও ডিআইভিসি ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের মতো ভেঞ্চর ক্যাপিটেল প্রতিষ্ঠান, বেশ কয়েকটি স্মার্টআপ প্রতিষ্ঠান এবং কর্পোরেট হাউসের প্রতিনিধিরা সভায় নিজেদের ভাবনা তুলে ধরেন। 

তাদের ভাবনা শুনে সমাপনীতে নভেম্বর-ডিসম্বরের মধ্যে যোগ্য স্টার্টআপ নির্বাচনের উদ্যোগ নেয়ার কথা জানান হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক। আর বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানালেন, তারা স্টার্টআপ এবং স্কেল আপ প্রোগ্রামের প্রকল্পের কার্যক্রম সম্পর্কে খুবই ইতিবাচক। এই কারণে, প্রকল্পটি আগামী দুই বছরের জন্য এগিয়ে নিয়ে যেতে চান। বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে একটি শক্তভিতের ওপর দাঁড় করাতে ভিসি ফার্ম এবং বেসরকারি কোম্পানিগুলোর সঙ্গে বিশ্বব্যাংকের আরও সক্রিয়ভাবে সহযোগিতা করবে বলেও জানান তারা।

অনুষ্ঠানে ইনস্ট্যাজব প্রতিষ্ঠাতা উম্মুল কুসুম পুতুল আবাসিক এলাকায় স্টার্টআপদের লাইসেন্স প্রদান ও নবায়নের সুযোগ চান। ফার্মাজিলা’র খাইরুল খাইরুল ইসলাম স্টার্টআপদের জন্য কর অবকাশ এবং প্রক্রিয়াগত জটিলতা সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন।  

স্কয়ার গ্রুপের মানবসম্পদ বিভাগের ফখরুল হাসান প্রধান জানালেন, স্টার্টআপ থেকে কোটি টাকার প্রতিষ্ঠান হয়েছে স্কয়ার। ইকমার্স ছাড়া সব খাতেই রয়েছে ব্যবসায়। এখন উদ্যোক্তাদের পেছনে বিনিয়োগ করতে চায় প্রতিষ্ঠানটি। জানা-অজনা সমস্যার সমাধানে স্টার্টআপ ভ্যালু চেইনে যারা ভ্যালু অ্যাড করতে পারবে তারাই বিনিয়োগ পেতে পারে স্কয়ার গ্রুপ থেকে।   

প্রাণ আরএফএল গ্রুপের প্রতিনিধি ফরহাদ হাসান মামুন বললেন, আমরা চাই, দক্ষতার সঙ্গে ইআরপি সল্যুশন দিতে পারে এমন দেশীয় উদ্যোগ। দেশের তরুণরা যদি এই এআই যুগে নতুন নতুন সমাধান করতে পারে সেই দক্ষ জনবল।

এসময় ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্টার্টআপকে কৃষি ও তৈরি পোশাক খাতে  বিনিয়োগ করার প্রতিশ্রুতি দেন  ডিআইভিসি হেড অব পোর্টফোলিও ওমর ফারুক। আলোচনায় ফান্ডিং ও ফাউন্ডিং পর্যায়ে কি কি গ্যাপ থাকে তা তুলে ধরেন স্টার্টআপ বাংলাদেশের প্রতিনিধি মোঃ আনোয়ার জাহিদ। 

বিনিয়োগকারিদের এক্সিট প্লান করতে সকারের প্রতি আহ্বান জানিয়ে আইডিএলসি'র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ জাভেদ বললেন, ঝুঁকি নেয়ার ক্ষেত্রে ট্যাক্সসহ কোনো প্রণোদনা না থাকায় আগামীতে বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নেবে। অপার সম্ভাবনা থাকার পরও ভেঞ্চর ক্যাপিটাল ইকো সিস্টেম গড়ে তোলা হয়নি। বিদেশে গুগল, মাইক্রোসফটের মতো কর্পোরেট ফান্ডিং সিস্টেমে দেশেও ট্যাক্স হলিডে থেকে পুণঃ বিনিময়োগ সুযোগ প্রত্যাশা করেন। সাত বছরের জন্য পুঁজিবাজারের মতো সমান সুযোগ দাবি করে তিনি বলেন, ছয়টি স্টার্টআপকে থেকে ৩৫ কোটি টাকা দিয়েছি। এর মধ্যে ৫ কোটি টাকা দেশের বাইরে থেকে আনি। 

স্টার্টআপদের প্রত্যয়ন পত্র চান আরেক ভেঞ্চর ক্যাপিটেল প্রতিষ্ঠানের প্রতিনিধি ফয়সাল আহমেদ। সংখ্যা নয় স্টার্টআপ ভ্যালু তৈরির ওপর গুরুত্বারোপ করেন ব্রেইনস্টেশন ২৩ এর নাঈম আহমেদ। তিনি বুয়েটের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে টেকনিক্যাল এক্সপার্ট তৈরির সঙ্গে ভালো ব্যবস্থাপক হিসেবে বের হয়ে আসতে এসব প্রতিষ্ঠানে বিজনেস স্কুল খোলার পরামর্শ দেন। 

স্টার্টআপদের কমপ্লায়েন্স ধরে রাখতে শিগগিরই ভেঞ্চর ক্যাপিটাল প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করার ঘোষণা দেন স্টার্টআপদের কো-ওয়ার্কিং প্লেস করে দেয়ার প্রতিষ্ঠান মোড় প্রতিষ্ঠাতা নাবিলা নওরিন।