দক্ষতা উন্নয়নে ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দেবে বাক্কো

১৭ নভেম্বর, ২০২৫ ১৭:০০  
দক্ষতা উন্নয়নে ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দেবে  বাক্কো

 আইসিটি বিভাগের সহযোগিতায় ৩টি ব্যাচে মোট ৬০ জন ফ্রিল্যান্সারকে ১০ দিনব্যাপী দক্ষতা  উন্নয়ন প্রশিক্ষণ দিতে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। একজন্য অংশগ্রহণে ইচ্ছুক ফ্রিল্যান্সারদের অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।  

১৭ নভেম্বর, সোমবার এক বিজ্ঞপ্তিতে আবেদন লিংক প্রকাশ।করছে।। নিবন্ধন লিংকঃ https://rb.gy/70z0n5

জানাগেছে, প্রশিক্ষণ সূচিতে থাকছে—আপওয়ার্ক, ফাইভার ও লিংকডইনসহ জনপ্রিয় মার্কেটপ্লেসে প্রোফাইল অপ্টিমাইজেশনের দক্ষতা অর্জন; উন্নত প্রোপোজাল প্রস্তুতকরণ ও কার্যকর ক্লায়েন্ট কমিউনিকেশনে পারদর্শিতা অর্জন; বাস্তব কাজের মাধ্যমে একটি মানসম্মত পেশাদার পোর্টফোলিও গড়ে তোলার সুযোগ; প্রাইসিং, পেমেন্ট ব্যবস্থাপনা ও আর্থিক পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞদের দিকনির্দেশনা; এবং দীর্ঘমেয়াদি পেশাগত সফলতার জন্য সুস্পষ্ট ও কৌশলভিত্তিক ক্যারিয়ার রোডম্যাপ তৈরিতে সহায়তা।

প্রকল্পের সমগ্র কার্যক্রম অনুষ্ঠিত হবে বাক্কোর নিজস্ব প্রশিক্ষণ ল্যাবে।

ডিবিটেক/এসবি/ইক