‘এক্সিলেন্স ইন সাসটেইনেবিলিটি ভিডিও অ্যাওয়ার্ড’
জিএসএমএ সম্মাননা জিতেছে ‘কাগজের কলম’
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজের কলম’ (দি পেপার পেন)-এর জন্য জিএসএমএ ডিজিটাল নেশন অ্যাওয়ার্ডস অর্জন করেছে গ্রামীণফোন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত জিএসএমএ ডিজিটাল নেশন সামিটে (আসিয়ান সংস্করণ)-এ ‘এক্সিলেন্স ইন সাসটেইনেবিলিটি ভিডিও অ্যাওয়ার্ড’ জিতেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে যশোরের পরিবেশবান্ধব উদ্যোক্তা নাসিমা আখতারের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরা হয়েছে। তিনি একটি সাধারণ ধারণাকে টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের জন্য একটি কমিউনিটি-ভিত্তিক উদ্যোগে রূপ দিয়েছেন। তার উদ্ভাবন ‘শুভ পরিবেশবান্ধব কলম’ ব্যবহারের পর মাটিতে রোপণ করলে গাছে পরিণত হয়। এই উদ্যোগ একদিকে স্থানীয় নারীদের জন্য জীবিকার সুযোগ তৈরি করেছে, অন্যদিকে পরিবেশবান্ধব জীবনধারায় অনুপ্রেরণা জুগিয়েছে। গ্রামীণফোন নাসিমার এই অনুপ্রেরণামূলক গল্পটি উপস্থাপন করেছে এই বার্তা দিতে যে, উদ্দেশ্যনির্ভর উদ্ভাবনই হতে পারে সামাজিক অগ্রগতি ও তাৎপর্যপূর্ণ পরিবর্তনের চালিকাশক্তি।
৯ নভেম্বর, রবিবার জিপি জানিয়েছে, গ্রামীণফোনের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন কর্পোরেট পোর্টফোলিও, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনের প্রধান শারমিন রহমান। পুরস্কার গ্রহণের পর জিপি'র চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামানের নেতৃত্বে একটি দল যশোরে নাসিমার বাড়ি ও কারখানায় গিয়ে তার আনন্দ ভাগ করে নেয় এবং কমিউনিটি উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে তার অসাধারণ অবদানের স্বীকৃতি জানায়।
নাসিমা আখতারকে তার অনুপ্রেরণাদায়ক উদ্ভাবনের জন্য এবং গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেড ও ইন্ডি রিলস’কে সৃজনশীল সহযোগিতার মাধ্যমে গল্পটি জীবন্ত করে তোলার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে গ্রামীণফোন।
আসিয়ান অঞ্চলের ১৭টি মনোনীত কনটেন্টের মধ্য থেকে দ্য পেপার পিনকে বিজয়ী ঘোষণা করছে জিএসএমএ বিচারক প্যানেল। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এশিয়া জুড়ে অন্তর্ভুক্তি, টেকসই উন্নয়ন ও উদ্ভাবনকে এগিয়ে নিচ্ছে এবং সংযোগের শক্তি কীভাবে সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করে তা তুলে ধরছে এমন সব প্রতিষ্ঠানকে সম্মাননা জানায় জিএসএমএ।
ডিবিটেক/ইক







