চীনের স্মার্টফোন বাজারে ফের শক্ত অবস্থানে অ্যাপল
চীনের স্মার্টফোন বাজারে অক্টোবরে আবারও শক্ত অবস্থান গড়ে তুলেছে অ্যাপল। গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের তথ্য অনুযায়ী, ওই মাসে চীনে বিক্রি হওয়া প্রতি চারটির মধ্যে একটিই ছিল অ্যাপলের আইফোন। খবর রয়টার্স।
খবরে বলা হয়, আগের বছরের তুলনায় অ্যাপলের বিক্রি বেড়েছে ৩৭ শতাংশ, যার প্রধান কারণ নতুন আইফোন ১৭ সিরিজের চাহিদা। ২০২২ সালের পর এটাই প্রথমবার যখন অ্যাপল চীনে এ ধরনের বাজার শেয়ার অর্জন করল।
তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে চীনের সামগ্রিক স্মার্টফোন বিক্রি বেড়েছে ৮ শতাংশ, যেখানে অ্যাপলসহ স্থানীয় ব্র্যান্ডগুলোর ভূমিকা উল্লেখযোগ্য। কাউন্টারপয়েন্ট জানায়, আইফোন ১৭–এর তিনটি ভ্যারিয়েন্টই মাঝারি থেকে উচ্চ মাত্রার বৃদ্ধির হার দেখিয়েছে এবং অ্যাপলের মোট বিক্রির ৮০ শতাংশের বেশি এসেছে নতুন মডেলগুলো থেকে। বিশ্লেষকদের মতে, গড় বিক্রয়মূল্য বাড়ায় অ্যাপলের রাজস্ব আরও শক্তিশালী হতে পারে এবং বছরের শেষ প্রান্তিকে রেকর্ড বিক্রি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
স্থানীয় ব্র্যান্ডগুলোও বাজারে ভালো করছে। শাওমি তাদের ১৭ সিরিজ আগেভাগে বাজারে এনে এক দশকের মধ্যে প্রথমবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে ওপ্পোর বিক্রি বেড়েছে ১৯ শতাংশ। যদিও বিশ্লেষকরা হুয়াওয়ের বহুল প্রতীক্ষিত মেট ৮০ সিরিজ আসায় কিছু ঝুঁকি দেখছেন, তবুও অ্যাপলের বর্তমান গতি ধরে রাখার সম্ভাবনাই বেশি।
ডিবিটেক/বিএমটি







