ফেব্রুয়ারিতে চালু হচ্ছে বিশ্বের প্রথম স্থায়ী পোকেমন থিম পার্ক
জাপানের রাজধানী টোকিওতে আগামী বছরের ৫ ফেব্রুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের প্রথম স্থায়ী পোকেমন থিম পার্ক ‘পোকেপার্ক কান্টো’। পার্কটি টোকিওর জনপ্রিয় বিনোদনকেন্দ্র ইওমিউরিল্যান্ড-এর ভেতরে নির্মিত হচ্ছে। আগে স্বল্পমেয়াদি পোকেমন পার্ক স্থাপন করা হলেও এটি হবে প্রথম স্থায়ী পার্ক। খবর এনগ্যাজেট।
এই পার্কে প্রবেশের জন্য দর্শকদের একটি অতিরিক্ত টিকিট নিতে হবে। পার্কে প্রবেশের আগে দর্শকদের যেতে হবে ‘পোকেমন রিসার্চ ল্যাব’ ভবনের মধ্য দিয়ে, যা দুইটি অংশে প্রবেশদ্বার হিসেবে কাজ করবে— পোকেমন বন এবং সেজ টাউন।
পোকেমন বনে ঘুরে বেড়ানো যাবে উঁচু–নিচু পথ, গুহা ও সবুজ ঘাসে ঘেরা প্রাকৃতিক পরিবেশে, যেখানে বিভিন্ন পোকেমনের মূর্তি রাখা থাকবে লড়াই, খেলাধুলা বা বিশ্রামের ভঙ্গিতে। অন্যদিকে সেজ টাউনে থাকবে পোকেমন সেন্টার ও পোকেমার্ট, যেখানে খাবার ও স্মারক সংগ্রহের সুযোগ থাকবে।
এ ছাড়া পার্কে থাকবে ‘পিকা পিকা প্যারাডাইস’ নামের রাইড, যেখানে ৩০টিরও বেশি বৈদ্যুতিক পোকেমন চরিত্র থাকবে, এবং ‘ভি ভি ভয়েজ’ নামে ক্যারোসেল, যেখানে পনিটা ও র্যাপিড্যাশ দ্বারা টানা গাড়িতে চড়া যাবে, এমনকি ইভির বেলুন রাইডও উপভোগ করা যাবে।
ডিবিটেক/বিএমটি







