ইভি বিক্রির জোরে শাওমির তৃতীয় প্রান্তিকে লাভ বেড়েছে ৮১%

১৯ নভেম্বর, ২০২৫ ১৭:০০  
ইভি বিক্রির জোরে শাওমির তৃতীয় প্রান্তিকে লাভ বেড়েছে ৮১%

চীনের শাওমি তৃতীয় প্রান্তিকে শক্তিশালী আয় প্রকাশ করেছে, যেখানে লাভ আগের বছরের তুলনায় প্রায় ৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১.৩ বিলিয়ন ইউয়ানে। এলএসইজি–এর তথ্য অনুযায়ী, বিশ্লেষকদের গড় প্রত্যাশা ছিল ১০.৩ বিলিয়ন ইউয়ান, যা শাওমি ছাড়িয়ে গেছে। খবর রয়টার্স।

বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি সাম্প্রতিক বছরগুলোতে বৈদ্যুতিক গাড়ি ব্যবসায় বড় ধরনের ঝোঁক দেখাচ্ছে, আর সেই সিদ্ধান্তই এবার তাদের আয় বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রেখেছে।

প্রতিষ্ঠানটি জানায়, ইভি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য নতুন উদ্যোগ তৃতীয় প্রান্তিকে উল্লেখযোগ্য অবদান রেখেছে, যার ফলে এক প্রান্তিকেই কার্যক্রম থেকে ইতিবাচক আয় অর্জন সম্ভব হয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত প্রান্তিকে মোট রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে ১১৩.১ বিলিয়ন ইউয়ানে, যদিও এটি বিশ্লেষকদের গড় পূর্বাভাস ১১৬.৫ বিলিয়ন ইউয়ানের চেয়ে কিছুটা কম।

হংকং–এ তালিকাভুক্ত শাওমির শেয়ারমূল্য মঙ্গলবার ২.৮১ শতাংশ কমে ৪১ হংকং ডলারে বন্ধ হয়েছে। তবে বছরজুড়ে শেয়ারটি এখনো ১৮ শতাংশের বেশি বেড়েছে। শাওমির ইভি ব্যবসা গত প্রান্তিকে ২৮.৩ বিলিয়ন ইউয়ান রাজস্ব এনে দিয়েছে, যা দ্বিতীয় প্রান্তিকের ২০.৬ বিলিয়ন ও প্রথম প্রান্তিকের ১৮.১ বিলিয়ন ইউয়ানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

ডিবিটেক/বিএমটি