গুগলের জেমিনি ব্যবহারে বছরে ১ বিলিয়ন ডলার দিবে অ্যাপল
ভয়েস সহকারী সিরি–কে আধুনিক করতে গুগলের জেমিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ব্যবহার করতে যাচ্ছে অ্যাপল। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির আওতায় অ্যাপল প্রতি বছর গুগলকে প্রায় ১ বিলিয়ন ডলার পরিশোধ করবে। খবর টেকক্রাঞ্চ।
প্রাথমিকভাবে এটি হবে একটি কাস্টম সংস্করণ, যা সিরির নতুন সংস্করণ চালাতে ব্যবহৃত হবে। অ্যাপল নিজস্ব প্রযুক্তির উপর নির্ভরশীল থাকলেও, নিজস্ব শক্তিশালী এআই তৈরি না হওয়া পর্যন্ত গুগলের মডেলকে অস্থায়ী সমাধান হিসেবে ব্যবহার করবে।
গুগলের এই মডেলে থাকবে ১.২ ট্রিলিয়ন প্যারামিটার, যা অ্যাপলের বর্তমান ক্লাউডভিত্তিক মডেলের ১৫০ বিলিয়ন প্যারামিটার থেকে প্রায় আটগুণ বেশি জটিল ও শক্তিশালী।
এর আগে অ্যাপল ওপেনএআই ও অ্যানথ্রপিক–এর মডেলও পরীক্ষা করেছিল, তবে তুলনামূলকভাবে ভালো ফল পাওয়ায় শেষ পর্যন্ত গুগলকেই বেছে নেয়।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, নতুন সংস্করণের সিরি আগামী বছরের বসন্তে প্রকাশ পেতে পারে, যদিও পরিকল্পনাটি এখনো পরিবর্তনযোগ্য অবস্থায় রয়েছে।
ডিবিটেক/বিএমটি







