শেয়ার উপহার পাচ্ছেন রানার অটোমোবাইল উদ্যোক্তার সন্তানেরা

১৫ এপ্রিল, ২০২৫  
১৫ এপ্রিল, ২০২৫  
শেয়ার উপহার পাচ্ছেন রানার অটোমোবাইল উদ্যোক্তার সন্তানেরা

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। নিজের কাছে থাকা ৩৪ লাখ ৬ হাজার ২০০টি শেয়ার এক ছেলে ও এক মেয়েকে উপহার দেওয়ার কথা পুঁজিবাজার কর্তৃপক্ষকে অবহিত করেছেন বাংলাদেশেী অটোমোবাইল কোম্পানি রানার অটোমোবাইলের উদ্যোক্তা পরিচালক মো. মোজাম্মেল হোসেন।  পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উদ্যোক্তার শেয়ার হস্তান্তর অথবা বিক্রির বিষয়টি মূল্য সংবেদনশীল হওয়ায় মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। 

ডিএসই সূত্রে প্রকাশ, মোজাম্মেল হোসেন জানান, তার কাছে থাকা শেয়ারের মধ্যে ২২ লাখ ৭০ হাজার ৮০০টি শেয়ার তার ছেলে মাহমুদ আল নাহিয়ানকে এবং মেয়ে নওশীন ইশরাত প্রমিকে ১১ লাখ ৩৫ হাজার ৪০০টি শেয়ার উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই দুজনই রানার অটোমোবাইলের সাধারণ শেয়ারহোল্ডার।  আগামী ৩০ এপ্রিলের মধ্যে এসব শেয়ার হস্তান্তর করা হবে। উপহার হিসেবে দেওয়া এই শেয়ার লেনদেন সিস্টেমের বাইরে হাত বদল হবে।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি ৩৫ পয়সা আয় করে রানার অটোমোবাইলস। এই সময় তাদের শেয়ারপ্রতি ক্ষতি হয়েছে ৩৭ পয়সা, যদিও আগের অর্থবছরের একই সময়ে তাদের শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ২২ পয়সা। জুলাই-ডিসেম্বর সময়ে রানার অটোর শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ছিল ১৪ টাকা ১১ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল ১৩ টাকা ৬২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৬৫ টাকা ৫৩ পয়সা; ৩৯ জুন ২০২৪ তারিখে যা ছিল ৬৬ টাকা ৪৯ পয়সা।