অবশেষে টেক্সাসে টেসলার রোবোট্যাক্সি চালু
 
                                টেসলা তাদের বহু প্রতীক্ষিত রোবোট্যাক্সি প্রকল্পের পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে টেক্সাসের অস্টিনে। ২২ জুন চালু হওয়া এই পরিষেবার মাধ্যমে চালকহীন গাড়িতে প্রথমবারের মতো অর্থের বিনিময়ে যাত্রী বহন করা হচ্ছে। কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্ক একে “এক দশকের পরিশ্রমের ফল” হিসেবে উল্লেখ করেন। খবর রয়টার্স।
শুরুতে মাত্র ১০টি গাড়ি দিয়ে সাউথ কংগ্রেস এলাকার নির্দিষ্ট রুটে এ পরীক্ষা চলছে, যেখানে যাত্রীসেবায় চালকের আসন ফাঁকা থাকলেও নিরাপত্তা পর্যবেক্ষক হিসেবে একজন সামনের আসনে থাকছেন। প্রতিটি রাইডের জন্য নির্ধারিত ভাড়া ৪.২০ ডলার।
এই রোবোট্যাক্সি এআই প্রযুক্তির মাধ্যমে চললেও, টেসলা এখনো ক্যামেরা-নির্ভর পদ্ধতিতেই টিকে আছে, যেখানে প্রতিদ্বন্দ্বীরা লিডার ও রাডার প্রযুক্তি ব্যবহার করছে।
এদিকে, টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট স্বাক্ষরিত নতুন আইন অনুযায়ী, চালকবিহীন গাড়ি পরিচালনার জন্য সেপ্টেম্বর থেকে স্টেট পারমিট নিতে হবে। যদিও এই নিয়ম তুলনামূলকভাবে সহজ, তবে নিরাপত্তা বিঘ্ন ঘটলে অনুমোদন বাতিল হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, অস্টিনে সফল ট্রায়াল হলেও টেসলার সামনে এখনো বিশাল চ্যালেঞ্জ—রোবোট্যাক্সিকে গণপর্যায়ে পৌঁছাতে সময় ও প্রযুক্তিগত নিখুঁততা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিবিটেক/বিএমটি
 
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                




 
                                             
                                             
                                             
                                             
                                            

 
                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
