অবশেষে টেক্সাসে টেসলার রোবোট্যাক্সি চালু

২৩ জুন, ২০২৫ ১৯:২০  
২৩ জুন, ২০২৫ ১৪:২০  
অবশেষে টেক্সাসে টেসলার রোবোট্যাক্সি চালু

টেসলা তাদের বহু প্রতীক্ষিত রোবোট্যাক্সি প্রকল্পের পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে টেক্সাসের অস্টিনে। ২২ জুন চালু হওয়া এই পরিষেবার মাধ্যমে চালকহীন গাড়িতে প্রথমবারের মতো অর্থের বিনিময়ে যাত্রী বহন করা হচ্ছে। কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্ক একে “এক দশকের পরিশ্রমের ফল” হিসেবে উল্লেখ করেন। খবর রয়টার্স।

শুরুতে মাত্র ১০টি গাড়ি দিয়ে সাউথ কংগ্রেস এলাকার নির্দিষ্ট রুটে এ পরীক্ষা চলছে, যেখানে যাত্রীসেবায় চালকের আসন ফাঁকা থাকলেও নিরাপত্তা পর্যবেক্ষক হিসেবে একজন সামনের আসনে থাকছেন। প্রতিটি রাইডের জন্য নির্ধারিত ভাড়া ৪.২০ ডলার।

এই রোবোট্যাক্সি এআই প্রযুক্তির মাধ্যমে চললেও, টেসলা এখনো ক্যামেরা-নির্ভর পদ্ধতিতেই টিকে আছে, যেখানে প্রতিদ্বন্দ্বীরা লিডার ও রাডার প্রযুক্তি ব্যবহার করছে।

এদিকে, টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট স্বাক্ষরিত নতুন আইন অনুযায়ী, চালকবিহীন গাড়ি পরিচালনার জন্য সেপ্টেম্বর থেকে স্টেট পারমিট নিতে হবে। যদিও এই নিয়ম তুলনামূলকভাবে সহজ, তবে নিরাপত্তা বিঘ্ন ঘটলে অনুমোদন বাতিল হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, অস্টিনে সফল ট্রায়াল হলেও টেসলার সামনে এখনো বিশাল চ্যালেঞ্জ—রোবোট্যাক্সিকে গণপর্যায়ে পৌঁছাতে সময় ও প্রযুক্তিগত নিখুঁততা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডিবিটেক/বিএমটি