ওয়াক্ফ বিল মোদি সরকারের মুসলমানবিরোধী পদক্ষেপ: আসিফ নজরুল

বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ভুয়া অভিযোগ তুলে নিজ দেশেই মুসলমানবিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে ভারতের মোদি সরকার।
রবিবার (৬ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজে এক পোস্টে এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি লিখেছেন, ভারতে মোদী সরকার মুসলমান বিরোধী আরো একটি পদক্ষেপ নিয়েছে। নতুন আইন পাস করে তারা মুসলমানদের ‘ওয়াক্ফ’ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারীত্বের বিধান করেছে। এই আইন ব্যবহার করে পুরোনো মসজিদসহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে আশংকা করা হচ্ছে।
আইন উপদেষ্টার উল্লেখ করেছেন, ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান পান না। এই প্রশ্ন সেখানে উঠেছে যে, ওয়াক্ফ বোর্ডে তাহলে অমুসলিমদের রাখা হবে কেন?’
তিনি আরও লিখেন, এই আইন ভারতে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর ক্রমাগত বৈষম্য ও নিপীড়নের আরেকটি অধ্যায় রচনা করবে বলে বলে আসিফ নজরুল তার পেজে লিখেছেন।
বিষয়টিকে পরিতাপের আখ্যা দিয়ে উপদেষ্টার অভিযোগ, এরাই আবার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ভুয়া অভিযোগ তুলে যাচ্ছে অব্যাহতভাবে।
প্রসঙ্গত, বিতর্কিত ওয়াকফ বিলের প্রস্তাব পেশ করার পর থেকেই ভারতজুড়ে শুরু হয়েছিল সমালোচনার ঝড়। তবে দীর্ঘ বিতর্ক পর্বের পর গত বুধবার (২ এপ্রিল) গভীর রাতে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ভারতের সংসদে ভোটাভুটি হয়। এতে বিলের পক্ষে ২৮৮ এবং বিপক্ষে ২৩২ জন এমপি ভোট দেন। এখন এটিতে শুধু রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষা। এই সংশোধনী বিলটি পাসের প্রতিবাদে শুক্রবার (৪ এপ্রিল) কলকাতাসহ পশ্চিমবঙ্গজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। ওয়াকফ সংশোধনী বিল ঘিরে এখন বিক্ষোভে উত্তাল ভারতের রাজপথ। প্রতিবাদে রাস্তায় নেমেছেন দেশটির হাজারো মুসলমান নাগরিক। ধর্মীয় সম্পত্তির ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলে কুশপুত্তলিকাও পুড়িয়েছেন তারা। ‘যৌথ ওয়াকফ সুরক্ষা মঞ্চ’ চেন্নাইয়ে তামিল অভিনেতা বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্ট্রি কাজাগাম’ এর উদ্যোগে বিক্ষোভে অংশ নেন অনেকে। রাজপথে সরব হয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম)। ‘জয়েন্ট ফোরাম ফর ওয়াকফ প্রোটেকশন’-এর ডাকে শহরের বিভিন্ন প্রান্তে শত শত মানুষ একত্রিত হয়ে তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।