নিরাপত্তা শঙ্কায় রাশিয়ার দুই অঞ্চলে টেলিগ্রাম বন্ধ

রাশিয়ার দুই অঞ্চল দাগেস্তান ও চেচনিয়ায় নিরাপত্তা শঙ্কার কারণে টেলিগ্রাম মেসেঞ্জার ব্লক করা হয়েছে। দাগেস্তানের ডিজিটাল উন্নয়ন মন্ত্রী ইউরি গামজাতভ এ তথ্য নিশ্চিত করেছেন বলে রুশ সংবাদ সংস্থা টাস জানিয়েছে। খবর রয়টার্স।
গামজাতভ বলেন, টেলিগ্রাম শত্রুরা ব্যবহার করছে, যার উদাহরণ ২০২৩ সালের অক্টোবর মাসে দাগেস্তানের মাখাচকালা বিমানবন্দরে ঘটে যাওয়া দাঙ্গা। ওই ঘটনায় ইসরায়েল থেকে আসা এক ফ্লাইটের যাত্রীদের ওপর হামলার চেষ্টা হয়েছিল। টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে এ নিয়ে বিদ্বেষমূলক প্রচার চালানো হয়েছিল, যদিও প্ল্যাটফর্মটি পরে সেসব চ্যানেল ব্লক করার ঘোষণা দেয়।
টেলিগ্রামের প্রতিষ্ঠাতা রাশিয়ায় জন্ম নেওয়া পাভেল দুরোভ। দুবাইভিত্তিক এই মেসেঞ্জার সেবাটি রাশিয়া, ইউক্রেনসহ সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ২০১৮ সালে মস্কো টেলিগ্রাম বন্ধের চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়।
গামজাতভ জানান, ভবিষ্যতে টেলিগ্রাম পুনরায় চালু হতে পারে, তবে আপাতত তিনি ব্যবহারকারীদের বিকল্প মেসেঞ্জারে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
ডিবিটেক/বিএমটি