ডিপসিকের দৈনিক লাভের হার ৫৪৫%, বাস্তবে আয় কম

চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ ডিপসিক তাদের জনপ্রিয় ভি৩ ও আর১ মডেলের ব্যয় ও আয়ের কিছু তথ্য প্রকাশ করেছে। শনিবার এক ঘোষণায় তারা জানিয়েছে, তাত্ত্বিকভাবে তাদের দৈনিক ব্যয় ও লাভের অনুপাত ৫৪৫% পর্যন্ত হতে পারে, তবে প্রকৃত আয় উল্লেখযোগ্যভাবে কম।
হাংজু-ভিত্তিক এই প্রতিষ্ঠান প্রথমবারের মতো তাদের মুনাফার তথ্য প্রকাশ করল, বিশেষ করে মডেল প্রশিক্ষণের পরবর্তী ধাপ ‘ইনফারেন্স’ সংক্রান্ত ব্যয়ের ক্ষেত্রে।
ডিপসিক দাবি করেছে, তাদের মডেল প্রশিক্ষণে এনভিডিয়ার তুলনামূলক কম শক্তিশালী এইচ৮০০ চিপ ব্যবহার করা হয়েছে, যার জন্য ব্যয় হয়েছে মাত্র ৬ মিলিয়ন ডলার। এআই চিপে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর বিপুল বিনিয়োগের তুলনায় এটি অনেক কম।
ডিপসিকের তথ্যমতে, প্রতিটি এইচ৮০০ চিপের ভাড়া ঘণ্টায় ২ ডলার হলে, তাদের ভি৩ ও আর১ মডেলের দৈনিক ইনফারেন্স ব্যয় ৮৭,০৭২ ডলার। অপরদিকে, সম্ভাব্য দৈনিক রাজস্ব ধরা হয়েছে ৫৬২,০২৭ ডলার, যা বার্ষিক হিসাবে ২০০ মিলিয়ন ডলারেরও বেশি।
তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রকৃত রাজস্ব এই হিসাবের চেয়ে কম। কারণ, কিছু পরিষেবা এখনও বিনামূল্যে চলছে এবং অফ-পিক সময়ে ডেভেলপারদের জন্য খরচ কম রাখা হয়েছে। ডিপসিকের এই প্রকাশিত তথ্য যুক্তরাষ্ট্রের এআই খাতের বিনিয়োগকারীদের নতুন করে ভাবনায় ফেলতে পারে।
ডিবিটেক/বিএমটি