এবছরই নতুন প্রজন্মের এআই মডেল উন্মোচন করবে বাইদু

১২ ফেব্রুয়ারি, ২০২৫  
এবছরই নতুন প্রজন্মের এআই মডেল উন্মোচন করবে বাইদু

চীনের প্রযুক্তি জায়ান্ট বাইদু চলতি বছরের দ্বিতীয়ার্ধে তাদের পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল উন্মোচন করার পরিকল্পনা করছে। মার্কিন গণমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

প্রতিবেদনে একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, উন্নত এআই প্রযুক্তি নিয়ে কাজ করছে বাইদু, যা বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাইদু বর্তমানে চীনের অন্যতম শীর্ষ এআই প্রতিষ্ঠান এবং ক্লাউড কম্পিউটিংসহ বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির উন্নয়নে কাজ করে যাচ্ছে। নতুন মডেল কবে নাগাদ উন্মোচন করা হতে পারে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।