সৌদিতে এআই খাতে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সেলসফোর্স

ক্লাউড সফটওয়্যার প্রতিষ্ঠান সেলসফোর্স ঘোষণা দিয়েছে যে, তারা সৌদি আরবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কিত খাতে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। বর্তমানে বিভিন্ন দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বিনিয়োগ আকর্ষণের প্রতিযোগিতায় রয়েছে। খবর রয়টার্স।
এই বিনিয়োগের অংশ হিসেবে সেলসফোর্স সৌদি আরবে হাইপারফোর্স চালু করবে, যা প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্ম আর্কিটেকচার এবং এটি অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)-এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে পরিচালিত হবে।
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগের বেশ কিছু ঘোষণা এসেছে। বিশেষ করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরির ২০২৩ সালের এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ আরোপ সম্পর্কিত নির্বাহী আদেশ বাতিল করার পর এই খাতে বিনিয়োগের আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে।
সেলসফোর্স আরও জানিয়েছে, তারা ক্যাপজেমিনি, ডেলয়েট, গ্লোব্যান্ট, আইবিএম ও পিডব্লিউসি-এর সঙ্গে অংশীদারত্ব করবে, যার মাধ্যমে এজেন্টফোর্স নামে গ্রাহক সেবাকেন্দ্রিক পণ্যটির ব্যবহার সম্প্রসারিত হবে। এছাড়াও, কোম্পানিটি তাদের এআই-সম্পর্কিত পণ্যসমূহে আরবি ভাষার সহায়তা প্রদান করবে।
সৌদি আরবের বৃহত্তম প্রযুক্তি সম্মেলন লিপ ২০২৫-এ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সেলসফোর্স এই বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেয়। এই সম্মেলনের মাধ্যমে সৌদি সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ১৪.৯ বিলিয়ন ডলার মূল্যের নতুন বিনিয়োগ আকৃষ্ট করেছে।
এর আগে, চলতি মাসে সেলসফোর্স ঘোষণা দেয় যে, তারা রিয়াদে একটি আঞ্চলিক সদর দফতর স্থাপনের পরিকল্পনা করছে এবং ২০৩০ সালের মধ্যে ৩০,০০০ সৌদি নাগরিককে দক্ষ করে তুলতে চায়।