মাস্কের ওপেনএআই কেনার প্রস্তাব প্রত্যাখ্যান করবে বোর্ড: স্যাম অল্টম্যান

১১ ফেব্রুয়ারি, ২০২৫  
মাস্কের ওপেনএআই কেনার প্রস্তাব প্রত্যাখ্যান করবে বোর্ড: স্যাম অল্টম্যান

ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় জানিয়েছেন যে, কোম্পানির পরিচালনা পর্ষদ ইলন মাস্কের “কথিত প্রস্তাব” প্রত্যাখ্যান করতে যাচ্ছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) তথ্যটি প্রকাশ করেছে দ্য ইনফরমেশন। খবর রয়টার্স।

এর আগে, ইলন মাস্কের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম ওপেনএআই নিয়ন্ত্রণকারী অলাভজনক সংস্থাটি কিনতে ৯৭.৪ বিলিয়ন ডলারের প্রস্তাব দেয়। তবে অল্টম্যান স্পষ্ট করেছেন যে, পরিচালনা পর্ষদ এই প্রস্তাবে আগ্রহী নয়।

এই ঘটনা ওপেনএআই ও মাস্কের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে, জেনারেটিভ এআই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে অল্টম্যান ও মাস্কের মধ্যে দীর্ঘদিন ধরেই মতপার্থক্য রয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) মাস্কের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর অল্টম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক ব্যঙ্গাত্মক পোস্ট করেন। তিনি লিখেন, “না, ধন্যবাদ। তবে চাইলে আমরা টুইটার ৯.৭৪ বিলিয়ন ডলারে কিনতে রাজি আছি।”