সহস্রাধিক কর্মী ছাঁটাই করছে সেলসফোর্স

৪ ফেব্রুয়ারি, ২০২৫  
সহস্রাধিক কর্মী ছাঁটাই করছে সেলসফোর্স

বৃহত্তর প্রযুক্তি প্রতিষ্ঠান সেলসফোর্স ১,০০০-এর বেশি কর্মী ছাঁটাই করতে যাচ্ছে, যদিও একই সঙ্গে তারা নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক পণ্য বিক্রির জন্য নতুন কর্মী নিয়োগ দিচ্ছে। ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ছাঁটাই হওয়া কর্মীরা সংস্থার অভ্যন্তরীণ অন্য কোনো পদে আবেদন করতে পারবেন। তবে কোন বিভাগে এই ছাঁটাই বেশি হচ্ছে, সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

সেলসফোর্স এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

২০২৪ সালের ৩১ জানুয়ারির বার্ষিক প্রতিবেদনে সেলসফোর্স জানায়, তাদের কর্মী সংখ্যা ছিল ৭২ হাজার ৬৮২ জন।

এর আগে, গত ডিসেম্বরে সংস্থাটির প্রধান নির্বাহী মার্ক বেনিওফ জানান, কোম্পানিটি “এজেন্টফোর্স” নামে এআই-চালিত ভার্চুয়াল প্রতিনিধি তৈরির প্ল্যাটফর্মের জন্য ইতোমধ্যে ১,০০০-এর বেশি চুক্তি সম্পন্ন করেছে।

২০২৪ সালের জানুয়ারিতে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সেলসফোর্স প্রায় ৭০০ কর্মী ছাঁটাই করছে। এরপর জুলাইয়ে ব্লুমবার্গ নিউজ জানায়, প্রতিষ্ঠানটি আরও ৩০০ কর্মী ছাঁটাই করেছে।

সেলসফোর্স আগামী ২৬ ফেব্রুয়ারি তাদের ত্রৈমাসিক আয় প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে।