মানসম্মত ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিত করতে আইনি নোটিশ
 
                                গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দিতে দেশের ব্যান্ডউইথ সরবরাহকারী ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কোম্পানি এবং দেশেজুড়ে ইন্টারনেটের সংযোগ সঞ্চালনের দায়িত্বে থাকা ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) সেবামূল্য পূণঃনির্ধারণ বা সংশোধন এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের মান নির্ধারণে বেঞ্চমার্ক বেধে দিতে সাত দিনের সময় দিয়ে একটি আইনিটি নোটিশ দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।
সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদের পক্ষে হাইকোর্টের আইনজীবি তানজিলা রহমান জুঁই মঙ্গলবার এই আইনি নোটিশটি পাঠিয়েছেন।
নোটিশে বলা হয়েছে, বিগত সরকার এক দেশ এক রেট এর সর্বনিম্ন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবামূল্য ৫ এমবিপিএস এর জন্য ৫০০ টাকা নির্ধারণ করে দিলেও মান যাচাইয়ে বিটিআরসি’র কোনো কার্যক্রম না থাকায় গ্রাহকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। একইসঙ্গে মানসম্মত ব্রডব্যান্ড হতে হলে সর্বনিম্ন ২০ এমবিপিএস গতিতে উন্নীত করতে আইআইজি ও এনটিটিএন এর সেবা মূল্য বেধে দেয়া আবশ্যক। একইসঙ্গে এই দুই ধরনের অপারেটরদের মান ও মূল্য পূনঃ নির্ধারণ না করা হলে মান আরো কমে যাওয়ার শঙ্কা রয়েছে।
নোটিশে আরো বলা হয়েছে, ২০২১ সালে আইআইজিদের জন্য সর্বনিম্ন ৩৬৫ টাকা নির্ধারণ করে দেয়া হলেও তারা এখন ১৭০-২০০ টাকার মধ্যে ব্যান্ডউইথ বিক্রি করছে। একইভাবে এনটিটিএন এর মূল্য ২৫ টাকা বেধে দিলেও তারা ৯-১২ টাকায় ডাটা ক্যাপাসিটি বিক্রি করছে।
কিন্তু মুক্তবাজার অর্থনীতিতে প্রতিযোগিতার মাধ্যমে মূল্য কমলেও বিটিআরসি’র কতিপয় অসাধু ব্যবসায়ী অনৈতিক সুবিধা দিয়ে ব্যবসা করার জন্য মূল্য নির্ধারণ করে দিচ্ছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশটি ডাক ও টেলিযোগাযোগ সচিব ডঃ মোঃ মুশফিকুর রহমান, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র চেয়ারম্যান এমদাদ উল বারী, মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ খলিল উর রহমান ও আশীষ কুমার কুণ্ড এবং আইআইজিবি প্রেসিডেন্ট আমিনুল হাকিম ও আইএসপিএবি সভাপতি ইমদাদুল হককে পাঠানো হয়েছে।
সাত দিনের মধ্যে জবাব না পেলে নোটিশদাতা আদালতে মামলা করবেন বলেও জানিয়েছেন।
 
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                




 
                                             
                                             
                                             
                                             
                                            

 
                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
