প্রথমবার ওয়েব ফিল্মে অপু বিশ্বাস
বিরতি কাটিয়ে আবারও কাজের ব্যস্ততায় ফিরে এবার ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মটির নাম ‘শিকার’। এটি পরিচালনা করবেন ‘জ্বীন ৩’-এর নির্মাতা কামরুজ্জামান রোমান।
রেজা ফিল্মস প্রোডাকশনের ব্যানারে আব্দুল্লাহ জহির বাবুর লেখা গল্পে নির্মিত এই সিনেমার চিত্রগ্রহণ পরিচালনা করবেন ডিওপি সাইফুল শাহিন।
জানা গেছে, এই ওয়েব ফিল্মে অপু বিশ্বাসের বিপরীতে দেখা যাবে পলাশ নামের এক নবাগত অভিনয়শিল্পীকে। সব কিছু ঠিক থাকলে আগামী মার্চে নেপালে শুরু হবে শুটিং। অপু ও পলাশ ছাড়াও অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপু প্রমুখ।
দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ফেরার অনুভূতি শেয়ার করে অপু বিশ্বাস গণমাধ্যমকে বলেছেন, ‘সিনেমাই আমার পরিচয়ের মূল স্থান। চলচ্চিত্রের মাধ্যমেই আমি অপু বিশ্বাস হয়েছি। দর্শকদের ভালোবাসা এবং সমর্থন পেয়েছি এই মাধ্যম থেকেই। তাই সময় নিয়ে হলেও ভালো একটি সিনেমা দিয়ে ফিরে আসতে পেরে আমি খুবই খুশি।’
নির্মাতা কামরুজ্জামান রোমান কাজের প্রশংসা করে অপু বলেন, ‘তিনি একজন মেধাবী নির্মাতা, যিনি গল্প এবং নির্মাণ উভয় ক্ষেত্রেই অত্যন্ত যত্নশীল। গল্প যেমন ভিন্ন, পরিচালনাতেও সেই মুনশিয়ানা স্পষ্ট।’
আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মিত ‘শিকার’র নির্মাণ করবেন নির্মাতা কামরুজ্জামান রোমান। রেজা ফিল্মস প্রডাকশনের ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ করা হবে নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে। এতে অপু ও পলাশ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপুসহ আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পী।
এদিকে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ ও কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ এই দুটি নতুন ছবির শুটিং নিয়ে এখন তার দিন কাটছে। ‘সিক্রেট’ ছবিতে তার নায়ক আদর আজাদ এবং ‘দুর্বার’এ জুটি বাঁধছেন সজলের সঙ্গে। নতুন চরিত্রের জন্য ওজনও কমিয়েছেন এই অভিনেত্রী।
নির্মাতা আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে ক্যারিয়ার শুরু করেন অপু বিশ্বাস। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। সর্বশেষ ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ছায়া বৃক্ষ’ সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে।
ডিবিটেক/আরবিএন/এমইউএম







