গয়নার মতো কানে পরা যাবে সনির লিংকবাডস ক্লিপ!
সনি তাদের সত্যিকারের ওয়্যারলেস ইয়ারবাডসের তালিকায় যোগ করল নতুন মডেল ‘সনি লিংকবাডস ক্লিপ’। নামের মতোই ক্লিপ-অন নকশার এই ইয়ারবাডস সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হয়ে ওঠা এক নতুন ধারার প্রতিনিধিত্ব করছে, যেখানে কানে সম্পূর্ণভাবে ঢুকিয়ে না রেখেও গান শোনা যায় এবং আশপাশের শব্দও শোনা সম্ভব হয়। খবর জিএসএম এরিনা।
সনির দাবি, বিভিন্ন ধরনের কানের গঠনের সঙ্গে মানিয়ে নিতে আরামদায়ক ও স্থিতিশীল ফিট নিশ্চিত করতেই এই নকশা। খুলে নেওয়া যায় এমন ‘ফিটিং কুশন’ থাকায় সারাদিন পরে থাকাও সহজ। শোনার অভিজ্ঞতার জন্য এতে রয়েছে তিনটি মোড—স্ট্যান্ডার্ড, ভয়েস বুস্ট এবং সাউন্ড লিকেজ রিডাকশন। অ্যাপে ১০-ব্যান্ড ইকুয়ালাইজার সুবিধাও রাখা হয়েছে।
কলের মান উন্নত করতে ব্যবহৃত হয়েছে বোন কন্ডাকশন সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শব্দ কমানোর প্রযুক্তি। একবার চার্জে ইয়ারবাডস চলবে সর্বোচ্চ নয় ঘণ্টা, আর কেসসহ মোট ব্যবহার সময় ৩৭ ঘণ্টা। মাত্র তিন মিনিট চার্জে এক ঘণ্টা ব্যবহারের সুবিধাও রয়েছে। আইপিএক্স৪ স্প্ল্যাশ-প্রতিরোধী এই ইয়ারবাডসে মাল্টিপয়েন্ট সাপোর্টও আছে।
যুক্তরাষ্ট্রে এর দাম ২২৯ দশমিক ৯৯ ডলার। কালো, ধূসর, সবুজ ও ল্যাভেন্ডার রঙে পাওয়া যাচ্ছে সনি লিংকবাডস ক্লিপ।
ডিবিটেক/বিএমটি







