দেশে কৃত্রিম পদ্ধতে হবে ইলিশ চাষ!
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারে পরীক্ষামূলকভাবে নিয়ন্ত্রিত কৃত্রিম পরিবেশে (ইনডোর) ইলিশ পালনের গবেষণা চলছে। এবার বাণিজ্যিকভাবে এই কৃত্রিম ইলিশ চাষ শুরু করতে যাচ্ছে অ্যাগ্রো প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ। অত্যাধুনিক রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেমে (আরএএস পদ্ধতি) ইলিশ মাছ চাষ করার এই পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।
এজন্য চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চল অথবা উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত অন্য কোনো উপযুক্ত স্থানে ডেনমার্কভিত্তিক অ্যাসেন্টোফট অ্যাকুয়া লিমিটেডের সঙ্গে প্রযুক্তিনির্ভর এই অ্যাকুয়াকালচার বা মাছ চাষ প্রকল্পের জন্য ২২ জানুয়ারি, বৃহস্পতিবার ৩ কোটি ইউরো বা প্রায় ৪৩০ কোটি টাকার একটি গবেষণা ও উন্নয়ন চুক্তির কথাও জানিয়েছেন তিনি। এই প্রকল্পে ব্রুডস্টক ব্যবস্থাপনা, হ্যাচারি ও নার্সারি সুবিধাসহ পুরো উৎপাদন চেইন স্থাপন করা হবে।
জানাগেছে, আরএএস প্রযুক্তিতে সম্পূর্ণ নিয়ন্ত্রিত ইনডোর মাছ চাষ পদ্ধতিতে পানির গুণগত মান, তাপমাত্রা, অক্সিজেন, লবণাক্ততা ও বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তিগতভাবে নিয়ন্ত্রণ করা হয়। একই পানি পরিশোধন করে বারবার ব্যবহার করা হয় বলে পানির ব্যবহার কমে যায় এবং রোগের ঝুঁকিও তুলনামূলকভাবে কম থাকে।
ডিবিটেক/টিবি/ ইক







