কানাডায় আপাতত চলতে পারবে টিকটক

কানাডায় আপাতত চলতে পারবে টিকটক
২২ জানুয়ারি, ২০২৬ ১৭:২৮  

কানাডায় টিকটকের কার্যক্রম আপাতত বন্ধ হচ্ছে না। দেশটির ফেডারেল আদালত সরকারের দেওয়া টিকটকের কানাডীয় কার্যক্রম বন্ধের নির্দেশ বাতিল করে বিষয়টি নতুন করে পর্যালোচনার জন্য শিল্পমন্ত্রীকে নির্দেশ দিয়েছে। এতে করে স্বল্প ভিডিওভিত্তিক এই সামাজিক যোগাযোগমাধ্যমটি এখনই কার্যক্রম চালিয়ে যেতে পারবে। খবর রয়টার্স।

২০২৪ সালের নভেম্বরে জাতীয় নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে কানাডার শিল্প মন্ত্রণালয় টিকটকের ব্যবসা গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে সে সময় ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহারে বা কনটেন্ট তৈরিতে বাধা দেওয়া হয়নি। টিকটক, যার কানাডায় মাসিক ব্যবহারকারী ১ কোটি ৪০ লাখের বেশি, ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আপিল করে।

সংক্ষিপ্ত রায়ে বিচারক রাসেল জিন নির্দেশটি বাতিল করে শিল্পমন্ত্রী মেলানি জোলির কাছে পুনর্বিবেচনার জন্য পাঠান, যদিও রায়ের পক্ষে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি। শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে জাতীয় নিরাপত্তা পর্যালোচনা শুরু করা হবে।

টিকটক এই রায়ে সন্তোষ প্রকাশ করে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছে। 

উল্লেখ্য, চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন এই অ্যাপটি তথ্য সুরক্ষা নিয়ে উদ্বেগের কারণে কানাডাসহ বিভিন্ন দেশে নজরদারিতে রয়েছে।

ডিবিটেক/বিএমটি