দেশের বাজারে চতুর্থ প্রজন্মের গেমিং মনিটর

দেশের বাজারে চতুর্থ প্রজন্মের গেমিং মনিটর
২৩ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৫  

উচ্চ উজ্জ্বলতা, কম বিদ্যুৎ খরচ এবং উন্নত কালার রিপ্রোডাকশন সক্ষমতার প্রতিশ্রুতি দিয়ে দেশের বাজারে নতুন ২৭ ইঞ্চির কিউএইচডি গেমিং মনিটর এমও২৭কিউ২৮জি বাজারে ছেড়েছে বৈশ্বিক কম্পিউটার ব্র্যান্ড গিগাবাইট। গেমারদের চোখের সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে মনিটরটিতে রাখা হয়েছে অল রাউন্ড আইকেয়ার ফিচার। এর মধ্যে রয়েছে ফিল্কিকার-ফ্রি, ডিসকমফোর্ট গ্লার ফ্রি  এবং লো ব্লু লাইট সার্টিফিকেশন, যা দীর্ঘ সময় ব্যবহারের ক্ষেত্রেও চোখের আরাম নিশ্চিত করবে।

চতুর্থ প্রজন্মের ওলেড প্যানেল যুক্ত মনিটরটির রিফ্রেশ রেট ২৮০ হার্টজ ও রেসপন্স টাইম দশমিক ০৩ মিলিসেকেন্ড। 

গিগাবাইট বলছে, এই মনিটরে এইচডিআর পিক ব্রাইটনেস সর্বোচ্চ ১৫০০ নিটস পর্যন্ত, ৯৯.৫ শতাংশ ডিসিআই-পিথ্রি এবং ৮৪ শতাংশ বিটি. ২০২০  ওয়াইড কালার গ্যামাট সাপোর্ট রয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ খরচ প্রায় ২০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। এটি বিইএসএ ডিসপ্লেএইডিআর  ট্রু ব্লাক ৫০০ সার্টিফিকেশনপ্রাপ্ত। 

গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান জানান, মনিটরটি ইতোমধ্যে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। উচ্চ পারফরম্যান্স ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এটি গেমারদের জন্য একটি শক্তিশালী বিকল্প হিসেবে বিবেচিত হবে। মনিটরটির দাম নির্ধারণ করা হয়েছে নব্বই হাজার টাকা।

ডিবিটেক/আরডি/ইক