টিকটক শপে ডিজিটাল গিফট কার্ড চালু

টিকটক শপে ডিজিটাল গিফট কার্ড চালু
২৩ ডিসেম্বর, ২০২৫ ১৫:৫১  
২৩ ডিসেম্বর, ২০২৫ ১৮:৩৬  

ই–কমার্স বাজারে প্রতিযোগিতা আরও তীব্র করতে ডিজিটাল গিফট কার্ড চালু করেছে টিকটক শপ। নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই বন্ধু ও পরিবারের সদস্যদের জন্য টিকটক শপে থাকা লক্ষাধিক পণ্যের কেনাকাটায় সহায়তা করতে পারবেন। খবর টেকক্রাঞ্চ।

ছুটির মৌসুমকে সামনে রেখে কৌশলগতভাবে এই ফিচার চালু করা হয়েছে, যা টিকটকের শপিং বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ডিজিটাল গিফট কার্ডের মাধ্যমে টিকটক শপ সরাসরি অ্যামাজন ও ইবে–এর মতো ই–কমার্স জায়ান্টদের সঙ্গে প্রতিযোগিতায় নামল। এর আগে প্রতিষ্ঠানটি বিলাসবহুল পণ্যের বাজারেও সম্প্রসারণ করেছে।

ব্যবহারকারীরা ১০ থেকে ৫০০ ডলার পর্যন্ত মূল্যের গিফট কার্ড কিনতে পারবেন। কার্ডগুলোতে বিভিন্ন অ্যানিমেটেড ডিজাইন যুক্ত করে ব্যক্তিগতকরণের সুযোগ রয়েছে। ই–মেইলের মাধ্যমে কার্ড পৌঁছে যাবে এবং প্রাপকের অবশ্যই টিকটক অ্যাকাউন্ট থাকতে হবে। রিডিম করার সঙ্গে সঙ্গে অর্থ যোগ হবে টিকটক ব্যালান্সে।

প্রাথমিকভাবে এই সুবিধা শুধু যুক্তরাষ্ট্রে চালু হয়েছে। ২০২৬ সালের শুরুর দিকে ভিডিও বার্তা যুক্ত করার সুবিধাও আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে টিকটক।

ডিবিটেক/বিএমটি