নির্বাচনে এমএফএস-এর অপব্যবহার রোধে প্রশিক্ষণ পেল ৪০ এপিবিএন সদস্য

নির্বাচনে এমএফএস-এর অপব্যবহার রোধে প্রশিক্ষণ পেল ৪০ এপিবিএন সদস্য
২২ জানুয়ারি, ২০২৬ ১৬:১৮  

আসন্ন জাতীয় নির্বাচনের সময় মোবাইল আর্থিক সেবা (এমএফএস)-এর অপব্যবহার রোধ ও সচেতনতা বৃদ্ধিতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের শেখানো হলো ডিজিটাল লেনদেনভিত্তিক অপরাধ শনাক্ত করা এবং প্রতিরোধের কৌশল। একইসঙ্গে অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে আইনের আওতায় আনা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে এ বিষয়ে অনুষ্ঠিত কর্মশালায়। 

এমএফস প্রতিষ্ঠান বিকাশ এর উদ্যোগে এপিবিএন হেডকোয়ার্টার্সের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের ৪০ জন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মোঃ আলী হোসেন ফকির। বিশেষ অতিথি  ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিকাশ-এর উপদেষ্টা ড. মো. নজিবুর রহমান।

এছাড়া, উপ-মহা পুলিশ পরিদর্শক (প্রশাসন) মোঃ নজরুল ইসলাম, এনডিসি, উপ-মহা পুলিশ পরিদর্শক (অপারেশন্স) ড. মোঃ আল মামুনুল আনছারী, বিকাশ-এর ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর এ কে এম মনিরুল করিম (অব.)-সহ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিকাশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও সম্প্রতি অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় এমএফএস প্ল্যাটফর্মের অপব্যবহারের মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধের প্যাটার্ন, প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে অপরাধী চক্র শনাক্তকরণ এবং ডিজিটাল লেনদেন মনিটরিংয়ের কৌশল নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের প্রযুক্তিগত পদ্ধতিতে গ্রাহকের অর্থ উদ্ধার, অপহরণ ও প্রতারণামূলক লেনদেন প্রতিরোধের উপায় এবং জরুরি ভিত্তিতে বিকাশ-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সমন্বয়ের প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়। তদন্ত কার্যক্রমে দ্রুত ও কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে বিকাশ-এর সঙ্গে যোগাযোগের প্রাতিষ্ঠানিক চ্যানেলসমূহও কর্মশালায় তুলে ধরা হয়।

ডিবিটেক/এমএসআর/এমইউএম