ভারতের সার্ভারেই কি এনইআইআর ডাটা?

ভারতের সার্ভারেই কি এনইআইআর ডাটা?
১৩ জানুয়ারি, ২০২৬ ১৪:০৪  

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) পদ্ধতিতে গ্রাহকদের তথ্য পার্শ্ববর্তী দেশে চলে যাবে বলে গত ১১ জানুয়ারি দাবি করেছিলো মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। তবে ডিজিবাংলাটেক.নিউজ এর নিজস্ব অনুসন্ধানে বিষয়টি বিভ্রান্তিকর হিসেবে প্রতিয়মান হয়েছে।

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের ওয়েবঠিকানা এনইআইআরডটগভডটবিডি সার্ভারের জিওলোকেশন অনুসন্ধান করে দেখা গেছে, শুধুমাত্র আইপি জিও লোকেশন সেবাদাতা আইপি টু লোকেশন ছাড়া আটটি ডিবিতেই সার্ভারের অবস্থান ঢাকায় দেখাচ্ছে। বিস্ময়কর বিষয় হল কেবলমাত্র মালোয়েশিয়ার পেনাংয়ে অবস্থিত আইপিটুলোকেশন ডাটাবেজের সার্ভারের সংযুক্ত (আইপি 182.252.71.118 )  ইন্টারনেট সরবরাহকারি প্রতিষ্ঠান অগ্নিসিস্টেমস লিমিটেড এর ঠিকানাটি দিল্লী দেখায়। কিন্তু জিওলোকেশনে মিন্টোরোড, ঢাকা রয়েছে। ঐতিহাসিক সত্য হচ্ছে অগ্নি সিস্টেম হচ্ছে বাংলাদেশের প্রথম আইএসপি সেবাদাতা প্রতিষ্ঠান।

অথচ ডিবিআইপি, আইপি রেজিস্ট্রি, আইপাপি, ক্রিমিনালআইপি থেকে প্রমাণিত হয়েছে এনইআইআর এর সার্ভার ঢাকাতেই। 

তাহলে এমন বিভ্রান্তি ছড়ালো কিভাবে?  অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র জন্য এনইআইআর সিস্টেমটি তৈরি করে বাংলাদেশেরিই আইটি প্রতিষ্ঠান সিনেসিস আইটি। আর এই সিস্টেমটির ডেটা রাউটিং করে অগ্নি সিস্টেম। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এই প্রতিষ্ঠানটিই পাবলিক ডোমেইনকে প্রাইভেট নেটওয়ার্কে রূপান্তর করে ডেটা রাউটিং সিস্টেমকে সুরক্ষিত করে। কিন্তু নেটটু লোকেশন নামে একটি প্রতিষ্ঠান ভারতের একই নামের আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের অগ্নি সিস্টেমের নাম গুলিয়ে ফেলে ডেটাবেজে ভুল এন্ট্রি দেয়। যার ফলে এমন বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

বিষয়টি গোচিরিভূত হওয়ার পর তাদের সঙ্গে যোগাযোগ করে ঠিকানা ও অবস্থান ঠিক করতে বলা হয় জানিয়েছেন অগ্নিসিস্টেম এর অগ্নি সিস্টেমস লিমিটেডের পরিচালক জিয়া সামসি। তিনি বলেন, বিষয়টি নজরে আসার পর পেইড লিংডইন থেকে একক মালিকানাধীন প্রতিষ্ঠানটির মালিকের ঠিকানা খুঁজে পেয়ে যোগাযোগ করেছি। প্রতিষ্ঠানটি মালোয়েশিয়ার পেনাং এর। তারা দ্রুতই তাদের এই ভুল সংশোধন করবেন বলে জানিয়েছেন। আরও কোনো জায়গায় যদি এটা দেখায় তাহলে সেটাও জানানোর অনুরোধ করেন তিনি।  

অপরদিকে সিনেসিস আইটি’র প্রতিনিধি আমিনুল বারী শুভ্র বলেন, “ NEIR–এর সকল তথ্য সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)–র নিজস্ব ডেটা সেন্টার এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড–এর নিজস্ব ডেটা সেন্টারে সংরক্ষিত রয়েছে। দায়িত্বের সাথে আমরা বলতে পারি, NEIR–এর কোনো তথ্য দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এবং এ সংক্রান্ত অভিযোগ বা প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন।”

এ বিষয়ে বিটিআরসি’র সঙ্গে যোগাযোগ করা হলেও একই বার্তা পাওয়া গেছে। বিটিআরসি বলছে, এনইআইআর এর ডেটাবেজ দেশের বাইরে তো নয়ই; ঢাকাতেই রয়েছে।

প্রসঙ্গত, আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট ব্যান্ডউইডথ ব্যবস্থাপনার সাথে আমাদের কোনো সরাসরি সম্পর্ক নেই। এগুলো সংশ্লিষ্ট আইএসপি ও নেটওয়ার্ক অপারেটরদের আওতাধীন বিষয়। যে আইপি (IP) নিয়ে প্রশ্ন উঠেছে, সেটি কোনো বিদেশি আইএসপি’র অবকাঠামোর নয়। এটি বাংলাদেশের আইএসপি অগ্নি সিস্টেমস–এর বরাদ্দকৃত আইপি। একাধিক জিও-লোকেশন লুকআপ সার্ভারে যাচাই করে দেখা গেছে, মাত্র একটি Lookup সার্ভার ছাড়া বাকি সব সার্ভারেই ওই আইপির অবস্থান বাংলাদেশ হিসেবে দেখাচ্ছে। এই একক ব্যতিক্রমটি সংশ্লিষ্ট Lookup সার্ভারের নিজস্ব ডেটাবেইসজনিত ত্রুটি, যার সাথে বাস্তব ডেটা সংরক্ষণ বা ট্রান্সমিশনের কোনো সম্পর্ক নেই। বিষয়টি চিহ্নিত হওয়ার পর অগ্নি সিস্টেমস সংশ্লিষ্ট সার্ভিস প্রোভাইডারের সাথে কাজ করছে।

ডিবিটেক/আইএইচ/এমইউএম