ওয়ালটনের পরিচালক মৃদুলকে স্মরণ করে দেশব্যাপী দোয়া
২০২১ সালের ২১ জানুয়ারি মাত্র ২৪ বছর বয়সে পরাপারে পাড়ি জমান ওয়ালটন গ্রুপের পরিচালক ও তরুণ উদ্যোক্তা মাহাবুব আলম মৃদুল। তার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে দেশব্যাপী দোআর আয়োজন করা হয়েছে।
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহাবুব আলম মৃদুলের স্মরণে কবর জিয়ারত, কোরআন খতম, দোয়া মাহফিল, আলোচনা সভা আয়োজন করেছে পরিবাররা এবং শুভাকাঙ্ক্ষিরা।
ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছে, ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য খাতে নতুন নতুন উদ্ভাবনে ব্যাপক আগ্রহ ছিলো মাহাবুব আলম মৃদুলের। বিশেষ করে দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রি নিয়ে ব্যাপক পরিসরে কাজ করতে চেয়েছিলেন তিনি। অত্যন্ত মিষ্টভাষী ও বন্ধুবৎসল মাহাবুব আলম মৃদুল ওয়ালটন পরিবারের সদস্যদের কাছে শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ ছিলেন। তার অকাল প্রয়াণ ওয়ালটন তথা দেশের ইলেকট্রনিক্স ও হাই-টেক ইন্ডাস্ট্রির জন্য অপূরণীয় ক্ষতি। মাহাবুব আলম মৃদুল তার সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসূ কর্মময় জীবনের জন্য যুগ যুগ ধরে মানুষের মাঝে বেঁচে থাকবেন।
প্রসঙ্গত, মাহাবুব আলম মৃদুল ১৯৯৭ সালের ২৫ জানুয়ারি টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এস এম শামছুল আলম ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান। মাহাবুব আলম মৃদুল ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ওয়ালটন গ্রুপে পরিচালক হিসেবে যোগ দেওয়ার পর সংক্ষিপ্ত সময়ের মধ্যে তার মেধার স্বাক্ষর রাখেন। ২০২১ সালের ২১ জানুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন।
ডিবিটেক/বিজ্ঞপ্তি/ ইকে







